এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > ভরাডুবির দায় কাঁধে নিয়ে এবার উঠে এলো প্রদেশ কংগ্রেস সভাপতির পদত্যাগের দাবি

ভরাডুবির দায় কাঁধে নিয়ে এবার উঠে এলো প্রদেশ কংগ্রেস সভাপতির পদত্যাগের দাবি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে একেবারে ভরাডুবি ঘটেছে কংগ্রেস দলের। বাম ও আব্বাস সিদ্দিকীর দলের সঙ্গে জোট গঠন করে একটি আসনও জিততে পারে নি কংগ্রেস। স্বাধীনতার পর এই প্রথমবার কোনো প্রতিনিধি বিধানসভায় পাঠাতে ব্যর্থ হলো প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের এই চূড়ান্ত ব্যর্থতার কারণ কি? তার কারণ অনুসন্ধান করছে পাঁচ সদস্যের এক কমিটি। এই কমিটির সঙ্গে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের ভার্চুয়াল বৈঠক চলে। যে বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর পদত্যাগের জোরালো দাবি বারবার উঠে এসেছে। অনেকে নতুন করে প্রদেশ কংগ্রেস কমিটি গঠনের দাবি করেছেন।

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছেন। যে কমিটি প্রদেশ কংগ্রেস দলের এই পরাজয়ের কারণ অনুসন্ধান করছে। প্রদেশ কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে কমিটির সদস্যদের ভার্চুয়াল বৈঠক চলে। গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই বৈঠক। বৈঠকে একাধিক নেতৃত্ব দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়াতেও বেশকিছু নেতৃত্বকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাধিক নেতৃত্ব ও প্রার্থী দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। সম্প্রতি প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের পুত্র রোহন মিত্র দলের বিরুদ্ধে একাধিক ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, রাজ্যস্তরে দুজন শীর্ষ নেতা দলের গোষ্ঠী কোন্দলকে উস্কে দিয়েছেন। প্রদেশ কংগ্রেস সভাপতির চেয়ারের প্রতি তাঁর সম্মান রয়েছে, কিন্তু সভাপতিকে তাঁর পছন্দ নয়। তিনি অভিযোগ করেছেন, প্রদেশ কংগ্রেস সভাপতি লবিবাজি করছেন।

তবে, শুধু তিনিই নন, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ প্রকাশ করেছেন, বেশ কিছু কংগ্রেস নেতা। এক পদাধিকারী অধীর রঞ্জন চৌধুরীকে অভিযুক্ত করেছেন। তিনি অভিযোগ করেছেন, নামেই প্রদেশ কংগ্রেস কমিটি রাখা হয়েছে। আসলে দু, তিন জনের হাতে চলে গেছে প্রদেশ কংগ্রেস দল। নির্বাচনে যার প্রভাব পড়েছে। তাই ভরাডুবির দায় নিজের কাঁধে নিয়ে অধীর রঞ্জন চৌধুরীকে প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার দাবি জানিয়েছেন অনেকে।

অপর এক পদাধিকারী পুরনো কমিটি ভেঙে দিয়ে নতুন করে প্রদেশ কংগ্রেস কমিটি গঠনের দাবি পর্যন্ত করেছেন। জোট গঠন করে যেরকম শোচনীয় পরাজয় ঘটেছে কংগ্রেসের। তারপর থেকেই দলের বিভিন্ন শীর্ষ নেতারা দলের একাংশের ক্ষোভের মুখে পড়েছেন। যার মধ্যে অধীর চৌধুরীর পদত্যাগের দাবি উঠতে শুরু করেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!