এখন পড়ছেন
হোম > জাতীয় > অযোধ্যা রায় নিয়ে অসন্তোষ থাকলেও রিভিউ পিটিশন নিয়ে ক্রমশ পিছু হঠছে মুসলিম সংগঠনগুলি

অযোধ্যা রায় নিয়ে অসন্তোষ থাকলেও রিভিউ পিটিশন নিয়ে ক্রমশ পিছু হঠছে মুসলিম সংগঠনগুলি


 

গতকালই বহুপ্রতীক্ষিত অযোধ্যা মামলার রায়দান করেছে সুপ্রিম কোর্ট। যেখানে রাম মন্দির গঠনের ব্যাপারে সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে। তবে এই রায়ের পর সুন্নি ওয়াকফ বোর্ড কি পদক্ষেপ গ্রহণ করবে, তা নিয়ে বিভিন্ন মহলে নানা জল্পনা শুরু হয়েছিল। রাম মন্দির গঠনের ব্যাপারে শীর্ষ আদালত সংকেত দেওয়ায় সেই রায়কে চ্যালেঞ্জ করা হবে কিনা, তা নিয়ে জলঘোলাও হয়েছিল বিভিন্ন মহলে।

তবে ইতিমধ্যেই তারা এই রায়কে স্বাগত জানাচ্ছেন বলে জানিয়ে দিয়েছেন সুন্নি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান জাফর আহমেদ ফারুকি। তবে রায়দানের পরপরই সুন্নি ওয়াকফ বোর্ডের তরফে আইনজীবী জাফরইয়াব জিলানীর গলায় শোনা যায় অসন্তোষের সুর। যার পরে বিভিন্ন মহলের প্রবল জল্পনা তৈরি হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেখানে সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী বলেন, “শীর্ষ আদালতের এই রায়কে আমরা সম্মান করছি ঠিকই। কিন্তু আমরা সন্তুষ্ট নই। তাই এই নিয়ে রিভিউ পিটিশন করা হবে কিনা, তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।” আর এই ঘটনার পরই তিনি ওয়াকফ বোর্ডের আইনজীবী হয়ে এই বক্তব্য রাখায় সেই সুন্নি ওয়াকফ বোর্ডের তরফে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হতে পারে বলে মনে করেন একাংশ।

যদিওবা তিনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সেক্রেটারি হিসেবেই এই বক্তব্য রেখেছেন বলে জানিয়ে দেন জাফরিয়াব অফ জিলানি। আর এখানেই বিভিন্ন মহলের তরফে জানানো হচ্ছে যে, এই রায়দানের পর সেভাবে সুন্নি ওয়াকফ বোর্ড কোনো বিবৃতি না দেওয়ায় তারা হয়তো বা এই রিভিউ পিটিশন থেকে ক্রমশ পিছু হঠতে শুরু করেছে। অনেকে বলছেন, শীর্ষ আদালতের এই রায়ে আর কোনোরকম বিরুদ্ধাচরণ করতে চাইছেন না মুসলিম সংগঠনগুলো। আর তাইতো রায়দানের পরেই সেই রায়কে স্বাগত জানাতে শুরু করেছে সমস্ত সংগঠনগুলো।

তবে সন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবীর প্রথম মন্তব্য নিয়ে সংশয় তৈরি হয়েছিল অনেকের মনেই। রায়ে তারা সন্তুষ্ট নয় বলে জানিয়ে দেওয়ায় বোর্ড পদক্ষেপ গ্রহণ করতে পারে বলে দাবি করা হয়েছিল। তবে সময় নদীর স্রোতের মতো চলে যায়। আর তাই এখনও পর্যন্ত সেই ভাবে কোনো রিভিউ পিটিশন দাখিল না হওয়ায় অযোধ্যা মামলার ঐতিহাসিক রায়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না মুসলিম সংগঠনগুলো বলে মত বিশেষজ্ঞদের। এখন শেষ পর্যন্ত কোন দিকে জল গড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!