এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মিলিয়ে দিল প্রাকৃতিক বিপর্যয়! প্রচারে বেরিয়ে এক ছাদের তলায় চা-পান তৃণমূল- বিজেপি প্রার্থীর

মিলিয়ে দিল প্রাকৃতিক বিপর্যয়! প্রচারে বেরিয়ে এক ছাদের তলায় চা-পান তৃণমূল- বিজেপি প্রার্থীর

 

বর্তমানে ভোট রাজনীতিতে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। একে অপরের বিরুদ্ধে প্রতিনিয়ত তরজায় জড়াচ্ছেন শাসক-বিরোধী নেতারা। প্রচারে কে কাকে টেক্কা দেবে, তা নিয়ে প্রবল প্রতিযোগিতা চলছে করিমপুর, খড়গপুর এবং কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে। তবে এবার ভোটের প্রচারে পা মিলিয়ে দুই প্রার্থীর মুখোমুখি দেখা রাজনৈতিক সৌজন্যতাকে প্রকট হল বলে মনে করছেন বিশ্লেষকরা।

বস্তুত, করিমপুর লোকসভা কেন্দ্রের বিধায়িকা মহুয়া মৈত্র সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর কেন্দ্রের সাংসদ হওয়ায় তার ছেড়ে যাওয়া এই কেন্দ্রে আগামী 25 নভেম্বর উপনির্বাচন। যেখানে তৃণমূলের প্রার্থী করা হয়েছে বিমলেন্দু সিংহ রায়কে এবং বিজেপির প্রার্থী করা হয়েছে রাজ্য বিজেপির নেতা জয়প্রকাশ মজুমদারকে।

রাজনৈতিক মহল শাসক-বিরোধী দুই হেভিওয়েট নেতাকে প্রার্থী করায় লড়াই জমে উঠবে বলে প্রথম থেকেই মতামত দিয়ে এসেছিল। ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দলই কেন্দ্র দখল করতে প্রচার শুরু করে দিয়েছেন। কিন্তু এবার প্রচারপর্বের সময় প্রাকৃতিক বিপর্যয় যেন এক করে দিল তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহ রায় এবং বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে।

সূত্রের খবর, প্রতিদিনের মতো এদিনও সহকর্মীদের নিয়ে তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহ রায় প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। সকাল থেকেই এলাকাজুড়ে ঝিরিঝিরি বৃষ্টি লেগেই ছিল। তৃণমূল প্রার্থী চায়ের দোকানে বসে চা খেতেই সেই এলাকা দিয়ে দলীয় কর্মীদের নিয়ে যাচ্ছিলেন বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার। জানা যায়, তৃণমূল প্রার্থীকে দেখেই সেই চায়ের দোকানে এসে তার সাথে সৌজন্য বিনিময় করেন জয়প্রকাশবাবু। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। তবে রাজনীতি নিয়ে তাদের মধ্যে তেমন কোনো কথা হয়নি বলে জানা গেছে।

কিন্তু কি বিষয়ে কথা হল শাসক-বিরোধী দুই প্রার্থীর মধ্যে! জানা গেছে, এদিন বিজেপির জয়প্রকাশ মজুমদার তৃণমূলের প্রার্থীর কাছে জানতে চান, এই করিমপুর উপনির্বাচনে তার দায়িত্বে কে রয়েছেন! তখন তৃণমূল প্রার্থী বলেন, “মহুয়া মৈত্র।” তখন জয়প্রকাশ মজুমদার কিছুটা রসিকতার সুরে বলেন, “কাগজে তো অনেক নেতাই বলছেন আমি দায়িত্বে আছি।” আর তৃণমূল এবং বিজেপি প্রার্থীর এই ঠাট্টা রসিকতায় কিছুক্ষণের জন্য রাজনৈতিক গম্ভীর পরিবেশ সৌজন্যতার পরিবেশের আকার নেয়।

যা দেখে অনেকেই বলছেন, এটাই ভারতবর্ষের রীতি। যেখানে সব সময় ভোট রাজনীতি চলে না। শাসক-বিরোধী একে অপরকে একাত্ম করে নেওয়াই সকল সকলকে শিখিয়েছে। আর তাইতো করিমপুর বিধানসভা উপনির্বাচন সামনে আসলেও যতই রাজনৈতিক বৈরিতা থাক না কেন, দুই প্রার্থী সামনাসামনি দেখা করে সৌজন্যতাবোধ পালন করলেন বলেই মত বিশ্লেষকদের।

এদিন এই প্রসঙ্গে করিমপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার বলেন, “আমরা দুজন দুই দলের প্রার্থী হলেও আমাদের মধ্যে দেখা হলে সৌজন্য দেখাব না, তা হয় না। হাজার হোক আমরা বাঙ্গালী। আমাদের মধ্যে এই সৌজন্যবোধ চিরকাল কাজ করে।”

অন্যদিকে এই প্রসঙ্গে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহ রায় বলেন, “জয়প্রকাশবাবু আমার দিকে এগিয়ে এলে আমাদের দুজনের মধ্যে সৌজন্য বিনিময় হয়। দু’একটি কথা হয়। তবে রাজনীতি নিয়ে কোনো কথা হয়নি।” সব মিলিয়ে রাজনৈতিক ময়দানে একে অপরকে যতই খোঁচা দিন না কেন, সামনাসামনি দেখা করে তৃণমূল এবং বিজেপি প্রার্থী যে সৌজন্যতার বার্তা দিলেন তা অত্যন্ত ভালো ব্যাপার বলেই মত বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!