এখন পড়ছেন
হোম > জাতীয় > নির্বাচন কমিশনের ঐতিহাসিক সিদ্ধান্তে বিপাকে পড়তে চলেছেন তাবড় রাজনৈতিক নেতারা

নির্বাচন কমিশনের ঐতিহাসিক সিদ্ধান্তে বিপাকে পড়তে চলেছেন তাবড় রাজনৈতিক নেতারা


ভারতের নির্বাচন কমিশনের সুপ্রিম কোর্টে জানানো এক ঐতিহাসিক সিদ্ধান্তের জেরে এবার গোটা দেশজুড়ে বড়সড় অসুবিধার মুখে পড়তে চলেছেন অনেক তাবড় তাবড় রাজনৈতিক নেতাই। নির্বাচন কমিশন জানিয়েছে যে এবার থেকে একজন রাজনীতিক একই ভোটে আলাদা আলাদা দুটি কেন্দ্র থেকে লড়তে পারবেন না।
প্রসঙ্গত গত লোকসভা নির্বাচনে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু-দুটি কেন্দ্র থেকে লড়েন। আর সব থেকে মজার কথা হল এবার এই নিয়ম উঠে যেতে বসেছে এক বিজেপি নেতার করা আবেদনের ভিত্তিতেই। বিজেপি নেতা তথা আইনজীবী উপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এই বলে যে, আমাদের দেশের নিয়ম হচ্ছে এক ব্যক্তি, এক ভোট তাহলে উল্টোদিকে এক প্রার্থী একটি কেন্দ্র, এমনটাই হওয়া উচিত। আর না হলে যে কেন্দ্রে তিনি জিতে গিয়ে অন্য কেন্দ্রে ছেড়ে দিচ্ছেন, সেখানকার পুনর্নির্বাচনের সমস্ত খরচ বহন করতে হবে সেই প্রার্থীকেই। ভারতের নির্বাচন কমিশনও ওই বিজেপি নেতার দাবিকে মেয়েটা দিয়ে নিজেদের ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানিয়ে দিল আর তাতে করে এবার কপাল পুড়তে চলেছে অনেক বড় বড় রাজনৈতিক নেতারই বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!