এখন পড়ছেন
হোম > জাতীয় > অমর সিংয়ের বিজেপি যোগের মাঝেই ‘নাক গলাচ্ছেন’ হেভিওয়েট সমাজবাদী পার্টি নেতা

অমর সিংয়ের বিজেপি যোগের মাঝেই ‘নাক গলাচ্ছেন’ হেভিওয়েট সমাজবাদী পার্টি নেতা


ফের বিতর্কিত মন্তব্যে নাম জড়ালো সমাজবাদী পার্টির নেতা আজম খানের। প্রকাশ্যে রাজনৈতিক নেতাদের টেনে বেফাঁস মন্তব্য করাতে সুনাম রয়েছে তাঁর। বহুবার এভাবেই প্রচারমাধ্যমের উত্তাপ বাড়িয়েছেন তিনি। আরো একবার তাঁকে এ ব্যাপারে ‘সক্রিয়’ ভূমিকায় দেখা গেলো। সম্প্রতি অমর সিং-এর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন। এ নিয়ে তীব্র গুঞ্জন শুরু হয়েছে রাজনীতির অন্দরে।

এদিন বিতর্কিত এই নেতা বিজেপি শিবিরের প্রতি ‘অনুরোধ’ করে বলেন অমর সিং-এর সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখতে। এর পাশাপাশি হুঁশিয়ার করে আরো জানান, “এমন কোনও ব্যক্তিকে নিজের বেডরুম ও বাথরুমে ঢুকতে দেবেন না যিনি অতীতে অন্যদের বেডরুম ও বাথরুমে ঢুকতে অভ্যস্ত ছিলেন। আপনার অজান্তে বিছানার চাদরও গায়েব করে দিতে পারে”।’

উল্লেখ্য, একসময় সমাজবাদী পার্টির শীর্ষনেতা মুলায়ম সিং যাদবের অঘোষিত ডানহাত ছিলেন অমর সিং। দলের তরফে রাজ্যসভার সাংসদ হিসাবেও তাঁর দায়িত্ব ছিল অপরিসীম। তৃণমূল কংগ্রেসের মুকুল রায়ের মতোই সপা-তে অবস্থান ছিল তাঁর। কিন্তু অখিলেশ যাদবের আমলে দল থেকে বহিষ্কার করা হয় তাঁকে। এর জেরে তাঁর রাজনৈতিক অবস্থার পট পরিবর্তন হয়। রাজনীতির জগতে তাঁর গুরুত্ব কমতে থাকে ক্রমশ।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

তাই বিজেপিতে যুক্ত হয়ে উওরপ্রদেশের রাজনৈতিক ক্ষেত্রে ফের নিজের হারানো মহিমা ফিরে পেতে উদ্যোগ নিয়েছেন অমর সিং বলে তীব্র জল্পনা রাজনৈতিক মহলে। আর সেক্ষেত্রে তাঁর পছন্দের দল হতে চলেছে গেরুয়া শিবির এবং ওই প্রসঙ্গে বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে তাঁর একান্তে বৈঠক হয়েছে বলেও জল্পনা ছড়িয়েছে।

এদিন অমর সিং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়িও যান। সম্ভবত, তাঁর বিজেপিতে যোগ দেওয়া নিয়েই গুরুত্বপূর্ণ কথাবার্তা বলতে – এমনটাই জল্পনা। এ প্রসঙ্গে অমর সিং নিজেও জানান যে, বিজেপিতে যোগ দিতে তাঁর কোনো আপত্তি নেই। তবে বিজেপি থেকে এখনো তাঁর কাছে কোনো প্রস্তাব আসেনি।

রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা তিনি বিজেপিতে যোগ দিতে মরিয়া হলেও, তাঁকে দলে নিলে আখেরে কতটা লাভ হবে সেই অঙ্ক কষ্টেই এখন ব্যস্ত গেরুয়া শিবির। এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে বড়সড় ভূমিকা থাকতে চলেছে বিজেপির শীর্ষনেতা নরেন্দ্র মোদীর – কিন্তু বিষয়টি তাঁর কাছ পর্যন্ত পৌঁছেছে কিনা সে ব্যাপারে সন্দেহের যথেষ্ট অবকাশ আছে। তবে সম্প্রতি নরেন্দ্র মোদীর সভায় অমর সিংকে উপস্থিত থাকতে দেখা গিয়েছিলো, যা নিয়ে জল্পনা কম হয় নি।

এমনকি সেদিনের সভায় নরেন্দ্র মোদী এমন কিছু বক্তব্য রাখেন যাতে মনে হয় তিনি আমার সিংয়ের হয়েই বিরোধীদের আক্রমন করছেন। রাজনৈতিক মহলের ধারণা, আগামী লোকসভা নির্বাচনে অখিলেশ-মায়াবতী জোট হওয়ার প্রবল সম্ভাবনা, আর তাহলে বিজেপির পক্ষে উত্তরপ্রদেশে ভালো ফল করা রীতিমত কষ্টকর। তাই ঘর গুছিয়েই ময়দানে নামতে চাইছে বিজেপি। এই অবস্থায়, সমাজবাদী পার্টির দাপুটে নেতার বিতর্কিত মন্তব্য প্রকাশ্যে আসায় জাতীয় রাজনৈতিক স্তরে রীতিমতো জল্পনার শুরু হয়ে গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!