এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > লক্ষ্য সংখ্যালঘু ভোট, নির্বাচনের আগে বড় পদক্ষেপ মমতার!

লক্ষ্য সংখ্যালঘু ভোট, নির্বাচনের আগে বড় পদক্ষেপ মমতার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা নির্বাচনে সংখ্যালঘু ভোটের জন্য কিছুটা হলেও মান রক্ষা হয়েছে তৃণমূল কংগ্রেসের। কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে যখন বিজেপির চাপ বাড়ছে, তখন একাধিক সংখ্যালঘু রাজনৈতিক দল বাংলায় মাথাচাড়া দিতে শুরু করেছে। আব্বাস সিদ্দিকী থেকে শুরু করে এআইএমআইএমের মত দলের দাপট নিঃসন্দেহে চিন্তা বাড়াচ্ছে ঘাসফুল শিবিরের। একদিকে হিন্দু ভোট যখন বিজেপি নিজেদের দখলে নিতে শুরু করেছে, তাহলে সংখ্যালঘু ভোটের উপর ভর করে তৃণমূল কংগ্রেস এগিয়ে যাবে বলেই মনে করা হয়েছিল।

কিন্তু সেই সংখ্যালঘু ভোটের উপরেও যেভাবে থাবা বসাতে শুরু করেছে একাংশ, তাতে তৃণমূলের দিকে কতটা সেই সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের সমর্থন থাকবে, তা নিয়ে যথেষ্ট চিন্তা রয়েছে। আর এই পরিস্থিতিতে বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন ত্বহা সিদ্দিকী। জানা গেছে, প্রায় 40 মিনিট দুজনের মধ্যে কথা হয়েছে। আর সেই বৈঠকের পর এই বিশেষ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা গেছে, ভোটের আগেই ফুরফুরা শরীফে যেতে পারেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে গুঞ্জন ক্রমশ বাড়তে শুরু করেছে রাজ্য রাজনীতিতে।

একাংশের দাবি, নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টারস্ট্রোক দিতে চলেছেন। এক্ষেত্রে সংখ্যালঘুদের প্রতি যে তার যথেষ্ট ভাবাবেগ রয়েছে, তা স্পষ্ট করতেই ফুরফুরা শরীফে যেতে পারেন তৃণমূল নেত্রী বলে মনে করছেন একাংশ। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর ত্বহা সিদ্দিকী বলেন, “আগামী 6, 7 এবং 8 ই মার্চ পরপর তিনদিন লক্ষাধিক লোকের সমাগম হবে ফুরফুরা শরীফে। তাই ধর্মসভার প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ভোটের আগে 99 শতাংশ চেষ্টা করবেন, ফুরফুরা শরীফে গিয়ে প্রার্থনা করে আসতে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিকভাবেই ত্বহা সিদ্দিকীর এই মন্তব্য এখন রীতিমত গুঞ্জন বাড়িয়ে দিয়েছে রাজ্য রাজনীতিতে। তাহলে কি এখন তৃণমূল কংগ্রেস তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ সংখ্যালঘুদের সমর্থন পাওয়া? আর তাই ভোটের আগে ফুরফুরা শরীফের যাওয়ার কথা চিন্তা ভাবনা করতে হচ্ছে তাকে? বলা বাহুল্য, ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী ইতিমধ্যেই নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করেছেন। এমনকি আসন্ন বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী হবেন বলে জানিয়েছেন।

আর সেই আসনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিতে পারে সেই আব্বাস সিদ্দিকীর দল। স্বাভাবিকভাবেই সেখানে সংখ্যালঘু ভোট নিয়ে চিন্তা বাড়ছে তৃণমূল কংগ্রেসের। আর এই পরিস্থিতিতে ত্বহা সিদ্দিকীর সঙ্গে নবান্নে 40 মিনিট ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক এবং তারপর ফুরফুরা শরীফের যাওয়ার কথা প্রকাশ্যে আসায় নিঃসন্দেহে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!