এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কোকেন কান্ডে বোমা ফাটালেন ধৃত বিজেপি নেত্রী-বিপাকে গেরুয়া নেতা

কোকেন কান্ডে বোমা ফাটালেন ধৃত বিজেপি নেত্রী-বিপাকে গেরুয়া নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –সম্প্রতি কোকেন কাণ্ডে ধরা পড়েছেন বিজেপির যুব নেত্রী। আর তারপর থেকেই রাজ্যজুড়ে উত্তেজনার পারদ চড়ছে। কোকেন তদন্তের পড়তে পড়তে উঠে আসছে চমক। ইতিমধ্যেই বিজেপির যুব নেত্রী পামেলা গোস্বামী পুলিশি হেফাজতে রয়েছেন। এর আগে আদালত চত্বরে রাকেশ সিংয়ের নাম করেন তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে যুক্ত থাকার পেছনে। যথারীতি লালবাজার থেকেও রাকেশ সিংকে হাজিরা দেওয়ার জন্য ডাকা হয়। কিন্তু রাকেশ সিং হাজিরা এড়াতে থাকেন। দিনভর জল্পনার পর পুলিশের হাতে ধরা পড়েন তিনি বর্ধমানের গলসি থেকে। এদিন আদালতে দাঁড়িয়ে রাকেশ সিংয়ের বিরুদ্ধে আরো বড়সড় অভিযোগ আনলেন কোকেন কাণ্ডে ধৃত পামেলা গোস্বামী। কার্যত বোমা ফাটালেন তিনি।

এদিন পামেলা অভিযোগ করেছেন, রাকেশ সিং তাঁকে একাধিকবার শারীরিক নিগ্রহ করেছেন, হুমকি দিচ্ছিলেন। খুব স্বাভাবিকভাবেই পামেলার এই অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। পামেলার অভিযোগ, রাকেশ তাঁকে ফাঁসিয়েছেন। অন্যদিকে রাকেশ ইতিমধ্যেই দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এদিন আদালতে তোলা হয় পামেলা গোস্বামীকে। আর সেখানেই পামেলা রাকেশ সিংয়ের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ আনেন। তবে পামেলা জানিয়েছেন, সৌমিত্র খাঁ কিংবা কৈলাস বিজয়বর্গীয় বিরুদ্ধে তাঁর কোনো অভিযোগ নেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন আদালতে দাঁড়িয়ে রাকেশ সিংয়ের বিরুদ্ধে যেভাবে পামেলা অভিযোগ করেছেন, তাতে রাকেশ সিংয়ের বিপদ আরো বাড়লো বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পামেলা আরও জানিয়েছেন, তাঁর কাছে ভয়েস এভিডেন্স আছে। রাকেশ পামেলার গাড়িতে মাদক রাখার জন্য লোক পাঠিয়েছিল। রাকেশ সিং ছাড়াও পামেলা এদিন ওসি অমিত শংকর মুখোপাধ্যায়ের বিরুদ্ধেও অভিযোগ আনেন। পামেলা বলেন, তিনি থানায় অভিযোগ করতে গেলে তাঁর ওপর অত্যাচার চালানো হতো।

তবে বেশ কয়েকদিন যাবত পামেলার অভিযোগের ভিত্তিতে কৈলাস বিজয়বর্গীয় এবং সৌমিত্র খাঁকে নিয়ে ব্যাপক সমালোচনা চলছিল রাজনৈতিক মহলে। আপাতত পামেলা এই দু’জনকে অভিযোগের হাত থেকে নিষ্কৃতি দিয়েছেন। অন্যদিকে বেশ কয়েকদিন ধরে তীব্র অস্বস্তিতে গেরুয়া শিবির। পাশাপাশি পামেলার অভিযোগ যদি সত্যি হয়, তাহলে কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ঠ আরো বড় ঝামেলায় পড়তে চলেছেন। সেক্ষেত্রে নির্বাচনের মুখে গেরুয়া শিবিরের অস্বস্তিও বাড়ছে বৈ কমছেনা বলে মনে করা হচ্ছে। পরিস্থিতি এখন কোন দিকে যায়, সেদিকে নজর রাখবে ওয়াকিবহাল মহল।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!