এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > তৃণমূল হেভিওয়েট নেতাদের তৃণমূল-স্তর থেকে কাজের নিদানের নতুন ফর্মুলা দাপুটে মন্ত্রীর

তৃণমূল হেভিওয়েট নেতাদের তৃণমূল-স্তর থেকে কাজের নিদানের নতুন ফর্মুলা দাপুটে মন্ত্রীর

সামনেই দেশে লোকসভা ভোট। আর এই বাংলা থেকেই সারা দেশে বিজেপিকে হঠাতে পরিবর্তনের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের বিভিন্ন বৈঠকে আগামী 19 শে জানুয়ারি কলকাতায় দেশের সমস্ত বিরোধী দলকে নিয়ে আয়োজিত ব্রিগেড সমাবেশ উপলক্ষে এখন থেকেই সমস্ত নেতাকর্মীদের প্রচারের নির্দেশ দিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস।

তাই উৎসবের মরশুম শেষ হতে না হতেই এবার জেলার সমস্ত নেতাদের ঐক্যবদ্ধ হয়ে সেই ব্রিগেড সমাবেশ উপলক্ষে মাঠে নেমে পড়ার নির্দেশ দিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি তথা মন্ত্রী স্বপন দেবনাথ। সূত্রের খবর, গতকাল বর্ধমান টাউন হলে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এক বিজয় সম্মেলনির।

যেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি তথা মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, সহকারি সভাধিপতি দেবু টুডু, সাংসদ মমতাজ সংঘমিত্রা, সুনীল মণ্ডল, বিধায়ক সুভাষ মন্ডল অলোক মাঝি, নার্গিস বেগম, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক উত্তম সেনগুপ্ত, উজ্জ্বল প্রামাণিক সহ একাধিক পদাধিকারীরা।

তবে বিজয়া সন্মেলনী হলেও সেখানে রাজনৈতিক পরিবেশকে টেনে এনে দলীয় নেতাকর্মীদের ভবিষ্যতের রনকৌশল সম্পর্কে অবহিত করে দিলেন জেলা তৃণমূলের সভাপতি। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি দুর্গা উৎসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গিয়েছিল ঐক্যের সুর।

“ধর্ম আমার-ধর্ম তোমার, উৎসব সবার” তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রীর এই স্লোগানে মাতোয়াড়া হয়ে গিয়েছিল গোটা বাংলা। এদিন সেই কথা বলে সাম্প্রদায়িক ইস্যুতে বিজেপিকে তুলোধোনা করেন স্বপন দেবনাথ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতির পিঠস্থল হিসেবে পরিণত হলেও অসমে কেন রোজ রোজ বাঙালি নিধন হচ্ছে তা নিয়েও এদিন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বিষোদগার করেন তিনি।

আর এরপরই কার্যত তলের সমস্ত নেতাকর্মী এবং বিধায়কদের নির্দেশ দিয়ে তিনি বলেন, “আগামী 19 শে জানুয়ারি ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সেই উপলক্ষে এখন থেকেই পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিধায়করা দায়িত্ব নিয়ে 10 টি করে দেওয়াল লিখবেন। আর দেওয়াল লিখনের সেই ছবি জেলা সভাপতির কাছে পাঠাবেন।”

পাশাপাশি আগামী লোকসভা ভোটে এই পূর্ব বর্ধমানে বিপুল ভোটে দলীয় প্রার্থীদের জয়যুক্ত করার জন্য এখন থেকেই কর্মীদের ঝাপানো নির্দেশ দেন স্বপন দেবনাথ। রাজনৈতিক মহলের মতে, আগামী 19 শে জানুয়ারি কলকাতার এই ব্রিগেড সমাবেশ জাতীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

তাই সারা ভারতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে সরাতে নির্ণায়ক শক্তি হয়ে উঠছেন তখন সেই নেত্রীর হাতকে শক্ত করতে জেলা থেকে সেই ব্রিগেডে রেকর্ড সংখ্যক লোক নিয়ে প্রস্তুতি শুরু করে দিচ্ছে শাসকদল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!