এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > দুর্নীতিতে শীর্ষে বাংলা? দায়িত্ব নিয়ে বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর! চাপে রাজ্য!

দুর্নীতিতে শীর্ষে বাংলা? দায়িত্ব নিয়ে বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর! চাপে রাজ্য!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বুধবার চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে হাইকোর্টের পক্ষ থেকে কড়া ভাষায় ভৎসনা করা হয় স্কুল সার্ভিস কমিশনকে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় ব্যাপক চাপে পড়ে গিয়েছে কমিশন এবং রাজ্য সরকার। বাড়তি হাতিয়ার পেয়ে গিয়েছে বিরোধীরা। দীর্ঘদিন ধরেই রাজ্যের শিক্ষা দপ্তরের বিভিন্ন নিয়োগকে কেন্দ্র করে অশান্তির ঘটনা সামনে আসতে শুরু করেছিল। আর এবার হাইকোর্টের ভর্ৎসনার পর ব্যাপক চাঞ্চল্য বেড়েছে। আর এই পরিস্থিতিতে এবার গোটা বিষয়ে সরব হতে দেখা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। যেখানে “আমি দায়িত্ব নিয়ে বলছি, এত বড় দুর্নীতি আর কোথাও নেই” বলে মন্তব্য করলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, বুধবার হাইকোর্টে স্কুল সার্ভিস কমিশন ব্যাপক ধমক খাওয়ার পরেই গোটা বিষয়ে প্রতিক্রিয়া দেন রাজ্যের বিরোধী দলনেতা। বিধানসভায় নিজের ঘরে বসে এই ব্যাপারে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এদিন এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “ফাকা খাতা দিয়ে পাস করানো হয়েছে। পরীক্ষায় না বসে চাকরি পেয়েছেন অনেকে। এত বড় দুর্নীতি আর কোথাও নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি।”

আর শুভেন্দু অধিকারীর এই মন্তব্যে যে সরকারপক্ষ আরও চাপের মুখে পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না। এমনিতেই হাইকোর্টের ব্যাকফুটে কমিশন। আজ আদালতে আবার এই মামলা নিয়ে শুনানি রয়েছে। স্বাভাবিকভাবেই আদালত কি নির্দেশ দেয়, তার দিকে নজর রয়েছে সকলের। আর তার মাঝেই শুভেন্দু অধিকারীর এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!