এখন পড়ছেন
হোম > অন্যান্য > আধ ঘন্টাতেই শাক সব্জি থেকে তাড়াবে করোনা! বাংলার অধ্যাপকের আবিষ্কৃত যন্ত্রকে সাবাসী আমেরিকার

আধ ঘন্টাতেই শাক সব্জি থেকে তাড়াবে করোনা! বাংলার অধ্যাপকের আবিষ্কৃত যন্ত্রকে সাবাসী আমেরিকার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –কিছুদিন আগেই জানা গেছিলো প্লাস্টিক খেকো এক ব্যাক্টেরিয়ার কথা। ইদেওনেলা এবং সাকায়েনসিস নামের ওই ব্যাকটেরিয়া সহজেই নিজের শরীরের এনজাইম দিয়ে ভেঙে ফেলতে পারতো প্লাস্টিকের গঠন। এখন সেই সঙ্গে করোনা পরিস্থিতি মোকাবিলায় করোনা জীবাণু মারতেও তৈরি হয়েছে এক ধরনের যন্ত্র। নানা, মানুষের শরীরের ভাইরাস মারতে পারবে না এই যন্ত্র। কিন্তু শাক সবজির জীবাণু আধ ঘণ্টার মধ্যে মেরে ফেলতে সক্ষম এই যন্ত্র। আমেরিকার এক ইউনিভার্সিটিতে প্রকাশিত গবেষণা পত্রে যেটির ভুয়সী প্রশংসা করা হয়েছে।

তবে কে আছেন এই যন্ত্র তৈরীর নেপথ্যে? ওই একই বিজ্ঞানী। রহড়া রামকৃষ্ণ মিশনের বিবেকানন্দ সেন্টেনারি কলেজের বটানি বিভাগের এবং ক্যান্সার বিভাগের এই অধ্যাপক জানিয়েছেন, আমরা নিত্যদিন বাজারে দোকানে যাচ্ছি, ফিরে এসে নিজেদের স্যানিটাইজ করছি কিন্তু শাক সবজি? সেগুলি নিয়ে ভয় থেকে যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর কথায় আমরা প্রতিদিন শাকসবজি গুলোকে জীবাণুমুক্ত করতে প্রচুর পরিমান জল নষ্ট করছি। ভাল করে ধুয়ে ফ্রিজে রাখছি সেটা, তবে সমস্যা হচ্ছে, সব সময় যে সে জীবাণুমুক্ত হচ্ছে এমন টা নয়। বরং পুষ্টিগুণ অনেকটাই কমে যাচ্ছে। একই সঙ্গে অনলাইন অনেক কেনাকাটা করছি। কিন্তু সেগুলিও ঠিক মত স্যানিটাইজ হচ্ছে কিনা খেয়াল রাখছি না। তাই এমন একটি যন্ত্রের দরকার ছিল, যেটি কিনা আমাদের এই দিক থেকে চিন্তা মুক্ত করে।

মাল্টিপল অ্যাপ্রোচ-এ তৈরী করা এই যন্ত্রটিতে ভাইরাস মারতে পেপার হিটার সহ আলট্রা ভায়োলেট রে, তামা এবং অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে। প্রথমে পরীক্ষা করার জন্য করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের দেহ থেকে নমুনা সংগ্রহ করে তা ভেরো ই-৬ সেললাইনে কালচার করা হয়। এরপর এর সক্রিয়তা দেখে উত্তাপ বাড়িয়ে, আবার কালচার করা হয়। তখন দেখা যায় ভাইরাস নিষ্ক্রিয় হয়ে গেছে। দুমাস ধরে তৈরি করা এই যন্ত্রটি ম্যানুয়াল এবং অটোমেটিক দুরকম ভাবেই পাওয়া যাবে। দাম পড়বে যথাক্রমে পাঁচ থেকে দশ হাজারের মধ্যে। তবে বাজারে কবে পাওয়া যাবে তা এখনো নির্দিষ্ট করে জানা যায়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!