এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “অধ্যক্ষ দলদাস” কোন ইস্যুতে উঠলো এমন অভিযোগ? চাপে তৃণমূল!

“অধ্যক্ষ দলদাস” কোন ইস্যুতে উঠলো এমন অভিযোগ? চাপে তৃণমূল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সোমবার রাজ্য বিধানসভার অধ্যক্ষের ঘরে মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতার উপস্থিত থাকার কথা ছিল। মূলত, রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং লোকায়ুক্ত নিয়োগকে কেন্দ্র করে এই বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু সেই বৈঠকে অনুপস্থিত থেকে বিদ্রোহ জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ, নিজেদের মতো করে দুটি নাম ঠিক করে তা রাজ্যপালের কাছে পাঠিয়ে দিয়েছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ। আর এই পরিস্থিতিতে এবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে সরব হলেন রাজ্য বিজেপি সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার।

বস্তুত, এদিন এই ব্যাপারে রাজ্য বিজেপির সভাপতিকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে দলদাস বলে আক্রমণ করেন বালুরঘাটের বিজেপি সাংসদ। এদিন এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “রাজ্যপালকে না জানিয়েই এই বৈঠক করা হয়েছে। সবটাই রাজ্যপালকে না জানিয়েই হচ্ছে। এখনও পর্যন্ত যা চলছে, সবটাই অসাংবিধানিকভাবে হচ্ছে। তবে আমরা এর আগে কোনো স্পিকারকে দলদাস হয়ে থাকতে দেখিনি।”

একাংশ বলছেন, বিজেপির রাজ্য সভাপতির এই অভিযোগ কার্যত নজিরবিহীন। এক্ষেত্রে তিনি বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে যে বিস্ফোরক অভিযোগ তুললেন, তাতে কাঠগড়ায় দাঁড়াতে হলো রাজ্যের শাসক দলকেও। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!