এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নতুন অংকে 190 আসন নিয়ে বাংলায় ক্ষমতায় আসছে বিজেপি? মানতে নারাজ মুকুল রায়? শুরু নতুন জল্পনা

নতুন অংকে 190 আসন নিয়ে বাংলায় ক্ষমতায় আসছে বিজেপি? মানতে নারাজ মুকুল রায়? শুরু নতুন জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –একদিন আগে দিল্লিতে গিয়ে তিনি বড়সড় কোনো পদ নিয়ে এবার বাংলায় ফিরবেন বলে মনে করেছিল বিভিন্ন মহল। কিন্তু দিল্লিতে প্রথমদিন বৈঠক সেরে তারপর কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে বাংলার মাটিতে পা রেখেছেন মুকুল রায়। আগামী বিধানসভা নির্বাচনে যখন তার রণকৌশল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের অস্বস্তি বাড়াবে, ঠিক তখনই কেন মুকুল রায় সেই বৈঠকে উপস্থিত থাকলেন না, তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন।

বিজেপির এত বড় উচ্চপর্যায়ের বৈঠক হচ্ছে, অথচ সেখানে মুকুল রায় অনুপস্থিত, তা সহজে হজম করতে পারছেন না অনেকেই। ইতিমধ্যে মুকুল রায়ের এই বৈঠক ত্যাগ এবং বাংলায় ফিরে আসা সহ একাধিক ঘটনা তার বিজেপির সঙ্গে দূরত্বের ঘটনাকেই তীব্র থেকে তীব্রতর করে তুলছে। তবে মুকুলবাবু অবশ্য প্রথম থেকেই জানাচ্ছেন, এই নিয়ে জল্পনা কোনো অবকাশ নেই। তার চোখের সমস্যা রয়েছে।

তাই তিনি দিল্লি ত্যাগ করতে বাধ্য হয়েছেন। তবে এই ব্যাপারে অন্য সমীকরণের ইঙ্গিত দিচ্ছেন অনেকে। বিশ্বস্ত সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সেই বৈঠকে বাংলায় বিজেপি আগামী বিধানসভা নির্বাচনে কত আসন পেতে পারে, তা নিয়ে কেন্দ্রের পক্ষ থেকে জবাব চাওয়া হয়েছিল। আর সেখানেই বিজেপির একটি অংশ দাবি করে যে, 190 টি আসন পেয়ে ক্ষমতায় আসবে ভারতীয় জনতা পার্টি।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু এই তত্ত্ব মানতে নারাজ ছিলেন মুকুল রায়। তিনি জানিয়ে দিয়েছিলেন, বর্তমানে যে পরিস্থিতি হয়ে রয়েছে, তাতে 190 এর বেশি আসন পেতে গেলে বিজেপিকে অনেক পরিশ্রম করতে হবে। আর এটা নিয়েই বাংলার বিজেপি নেতৃত্বের সঙ্গে কিছুটা হলেও মতানৈক্য তৈরি হয়েছিল মুকুলবাবুর। যার পরিপ্রেক্ষিতে সেই বৈঠক ছেড়ে তিনি বেরিয়ে এসেছেন বলে মনে করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, অতীতে পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে লোকসভা নির্বাচন যখন মুকুল রায় যে সংখ্যার কথা বলেছেন, সেই সংখ্যার আশেপাশেই বিজেপি সাফল্য পেয়েছে। স্বাভাবিকভাবেই বঙ্গ রাজনীতিতে মুকুল রায়ের সংখ্যাতত্ত্ব নতুন কিছু নয়। তাই তিনি বর্তমান পরিস্থিতি বুঝেই যেটা আসল ঘটনা, সেটাই বিজেপি নেতৃত্বের কাছে তুলে ধরেছেন। কিন্তু তাকে অমান্য করে যেভাবে বিজেপির একশ্রেণীর নেতা মুকুল রায়ের এই তত্ত্বকে মানতে নারাজ ছিলেন, তাতেই বেজায় চটেছেন বঙ্গ বিজেপির চানক্য।

অনেকে বলছেন, মুকুল রায় যদি এই ধরনের মন্তব্য করেন, তাহলে বিজেপির পক্ষ থেকে সেটা সাধুবাদ জানিয়ে গ্রহণ করা উচিত ছিল। কেননা মুকুল রায়ের মতো ভোট-রাজনীতি-বাংলার খুব কম রাজনীতিবিদ বোঝেন। সেদিক থেকে মুকুলবাবু যখন একথা বলছেন, তখন নিশ্চয়ই তার কারণ আছে।

কিন্তু প্রেস্টিজের জন্য দিলীপ ঘোষ এবং তার বাহিনীরা যেভাবে এই ব্যাপারে মুকুল রায়ের বিরোধিতা করলেন, তাতে আখেরে ক্ষতি হবে ভারতীয় জনতা পার্টির বলেই মনে করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে এখন মুকুলবাবুর এই মন্তব্যকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কতটা গুরুত্ব দেয় এবং তার ফলে মুকুল রায়ের গুরুত্ব কতটা বৃদ্ধি পায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!