এখন পড়ছেন
হোম > জাতীয় > একুশের মহাযুদ্ধ জেতাবে ডিজিটাল যুদ্ধই! বাংলায় বিশেষ নির্দেশ এল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের

একুশের মহাযুদ্ধ জেতাবে ডিজিটাল যুদ্ধই! বাংলায় বিশেষ নির্দেশ এল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাসের প্রকোপে ভারতে অবস্থা দিনে দিনে ভয়াবহ কঠিন পরিস্থিতি দিক এগোচ্ছে। কিন্তু সমনে ২০২১ এর বিধানসভার নির্বাচন। তাই এই মহাযুদ্ধের জন্য কি শাসক দল কি বিরোধী গোষ্ঠী সব পক্ষ এখন থেকেই তাদের ভোটে লাড়ার রূপরেখা তৈরি করতে ব্যস্ত। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যে বঙ্গের বিজেপির সাংসদ থেকে শুরু করে বিধায়ক,জেলা সভাপতি, রাজ্য কমিটির নেতা নেত্রীদের নিয়ে দিল্লিতে ২০২১ সালে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিভাবে নির্বাচনী প্রচার করবেন তার রূপরেখা তৈরি করতে ব্যস্ত।করোনা পরিস্থিতি মাথায় রেখে শনিবার দলের মিটিংয়ে কেন্দ্রীয় নেতৃত্ব বলেন, করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে পথে নেতা কর্মীদের নিয়ে নির্বাচনী প্রচার করা কার্যত অসম্ভব। তাই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বঙ্গ রাজ্য বিজেপির নেতৃত্বকে নির্দেশ দেন যে,আপাতত সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিভিন্ন দুনীতি সহ বিভিন্ন ইসুতে প্রচার করার কথা বলেন।

প্রসঙ্গত বলা যায় করোনা পরিস্থিতিতে ডিজিটাল মাধ্যমই যে প্রত্যেক দল গুলির কাছে ভোট প্রচারের মাধ্যম হয়ে দাঁড়াবে তা বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত উল্লেখ্য যে ইতিমধ্যে তৃণমূল নেত্রী ২১ শে জুলাই শহীদ দিবস উপলক্ষে ভার্চুয়াল সভা থেকে ২০২১ এর মহাযুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছেন।

সূত্র মারফত জানা যাচ্ছে যে, দিল্লিতে বসা মিটিং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বুধ স্তর থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার নির্দেশ দিয়েছেন। দলীয় সূত্র মারফত জানা যাচ্ছে যে আজ রবিবার এবং আগামীকাল সোমবার দক্ষিণবঙ্গের সাংগঠনিক দিক নিয়ে আলোচনা করবেন কৈলাস বিজয়বর্গীয়,শিবপ্রকাশ,অরবিন্দ মেনন সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতৃত্ব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দলীয় সূত্র মারফত এও জানা যাচ্ছে যে, করোনা পরিস্থিতিতে আপাতত সোশাল মিডিয়ার নির্বাচনি প্রচারের কথা বলা হয়েছে। পরবর্তী কালে করোনা পরিস্থিতির উপর ভিত্তি করে যদি সম্ভব হয় তাহলে সামাজিক দূরত্ব বজায় রেখে পথে নাম যেতে পারে। তবে এই মুহুর্তে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন ইসুতে বিদ্ধ করতে বিজেপির আই টি সেলকে আরো বেশি করে সক্রিয় হতে হবে বলে কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত ইতিমধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের সাংগঠনিক কিছু রদবদল করেছেন ২০২১ এর বিধানসভার নির্বাচনকে পাখির চোখ করে। সামনে ২০১২ এর বিধানসভার নির্বাচন যে ডিজিটাল যুদ্ধে পরিনত হবে বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ মনে করেন।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!