এখন পড়ছেন
হোম > জাতীয় > হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ, আশঙ্কায় স্বাস্থ মন্ত্রক

হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ, আশঙ্কায় স্বাস্থ মন্ত্রক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি, দেশ জুড়ে তীব্র গতিতে বাড়ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দেশজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬ হাজারের বেশি মানুষ। করোনায় মৃত্যু ঘটেছে মোট ২৭১ জন মানুষের। অন্যদিকে গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন ৩৭ হাজারের বেশি মানুষ।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে ৫৬ হাজার ২১১ জন করোনা আক্রান্ত হয়েছেন। সম্প্রতি দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা ১,২০,৯৫,৮৫৫ জন। অন্যদিকে গত ২৪ ঘন্টায় দেশের মোট ২৭১ জনের মৃত্যু ঘটেছে করোনায়। এখনো পর্যন্ত দেশের মোট করোনায় মৃত্যুর সংখ্যা হল ১,৬২,১১৪ জন। দেশে এখন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৫ লক্ষ ৪০ হাজার ৭২০ জন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, গত ২৪ ঘন্টায় করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে ৫ লক্ষ ৮২ হাজার ৯১৯ জনকে। এখনো পর্যন্ত কোন দেশে মোট করোনা ভ্যাকসিন পেলেন ৬ কোটি ১১ লক্ষ ১৩ হাজার ৩৫৪ জন। করোনা সংক্রমণের কারণে দোল ও হোলির উৎসব পালন কারণে বেশ কিছু সতর্কতা, নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। দেশের বেশ কিছু স্থানে মানুষকে যথেষ্ট সর্তকতা অবলম্বন করতে দেখা গেল।

তবে, নানা স্থানে অসতর্কতার ছবিও দেখা গেছে। পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, আসাম, অন্ধ্রপ্রদেশ সহ নানা রাজ্যে সতর্কতা উপেক্ষা করে মানুষকে সমবেত হতে দেখা গেছে। যেখানে মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বিধি কোন কিছুই পালন করতে দেখা যায়নি। যা থেকে করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। করোনা সংক্রমণ রোধ করতে একদিকে যেমন টিকাকরণ অন্যদিকে তেমনি করোনা পরীক্ষা বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে, সংক্রমনে লাগাম দেওয়া কোনভাবেই যাচ্ছে না।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!