এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > বেহাল নিকাশী ব‍্যবস্থার প্রতিবাদে গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ

বেহাল নিকাশী ব‍্যবস্থার প্রতিবাদে গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ


নিকাশী ব‍্যবস্থা বেহাল, তার প্রতিবাদে গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ স্থানীয় বাসিন্দাদের। প্রবল গরমের তাপদাহকে শান্ত করে বর্ষা নেমে এসেছে রাজ্যে। মানুষের কাছে এটা আশীর্বাদ হলেও বসিরহাট পৌরসভার ১১নং ওয়ার্ডের বাসিন্দাদের কাছে এই নিয়ে শুরু আতঙ্ক। জানা যাচ্ছে আজ সকল থেকেই বৃষ্টি হচ্ছে আর তার জেরেই বসিরহাট পৌরসভার ১১নং ওয়ার্ডের আর.এন.রোড সংলগ্ন এলাকায় ঘরে, দোকানে বর্ষায় প্লাবিত হয়ে নর্দমার নো‌ংরা জল ঢুকে পড়ছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সবে তো বর্ষার শুরু। আর এদিনের এই জলেই যদি এমন অবস্থা হয় তবে প্রবল বর্ষায় কি হবে। জানা যাচ্ছে এলাকায় নর্দমার নো‌ংরা জল ঢুকে পড়ায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বর্ষার শুরুতেই নিকাশী ব‍্যবস্থার এই বেহাল দশায় ক্ষুব্ধ হয়ে প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে তাদের এই অবরোধ। জানা যাচ্ছে এমনিতেই ডেঙ্গু এবং নিপা আতঙ্কে আতঙ্কিত শহরবাসী ।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

তার উপরে এই বর্ষায় মানুষের ঘরে নোংরা জল ঢুকে যাওয়ায় আরও অতিষ্ঠ হয়ে উঠেছেন তাঁরা। একদিনের এই বৃষ্টিতে বেহাল নিকাশি ব‍্যবস্থার জেরে এই বিপর্যস্ত অবস্থার বিরুদ্ধে দীর্ঘক্ষণ আন্দোলন চলার পরেও কোন ভ্রূক্ষেপ নেই প্রশাসনের বলে অভিযোগ স্থানীয়দের। তীব্র দাবদাহের পরে এই ভারী বর্ষণকে যখন মানুষ আশীর্বাদ হিসাবে গ্রহণ করেছে তখন ১১নং মহল্লার জনজীবন হয়ে উঠেছে বিপর্যস্ত । দীর্ঘক্ষণ এই অবরোধের ফলে যানজট হয়েছে। পথ অবরূদ্ধ হয়ে পড়ে যাতায়াতের উপর প্রভাব পড়েছে বলে যান গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!