এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নেপথ্যে থেকেই কি একুশের মহাযুদ্ধের নকশা সাজিয়ে নিচ্ছেন অভিষেক? মমতার সারথীকে নিয়ে জল্পনা

নেপথ্যে থেকেই কি একুশের মহাযুদ্ধের নকশা সাজিয়ে নিচ্ছেন অভিষেক? মমতার সারথীকে নিয়ে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেকেন্ড-ইন-কমান্ড বলেই পরিচিত তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এখনও সেভাবে একথা ঘোষণা করা হয়নি। কার্যত অঘোষিতভাবেই মেঘনাদেল মত পেছন থেকে দলের পক্ষে লড়াই করে যাচ্ছেন অভিষেকবাবু। তবে তার নেতৃত্ব এবং তার গ্রহণযোগ্যতা নিয়ে দলের অনেক পুরনো কর্মীদের মধ্যে প্রশ্ন রয়েছে। যেখানে শুভেন্দু অধিকারীর মত দাপুটে নেতা লড়াই চালিয়ে দলকে প্রতিষ্ঠা করেছেন, সেখানে তাকে সরিয়ে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় সামনের সারিতে তুলে আনছেন! এই প্রশ্ন দীর্ঘদিনের।

আর সমালোচকদের এই প্রশ্নের উত্তর যদি দিতে হয়, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রমাণ করে যে হবে তিনি যোগ্য। 2021 এর বিধানসভা নির্বাচন কি অভিষেক বন্দোপাধ্যায়ের যোগ্যতা প্রমাণেরও লড়াই? রাজনৈতিক মহলে এখন এই প্রশ্নও উঠতে শুরু করেছে। বস্তুত, গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস রাজ্যে ব্যাপকভাবে পরাজিত হবার পর সুদিন ফেরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শেই দলের রননীতিকার করা হয় প্রশান্ত কিশোরকে।

আর প্রশান্ত কিশোর দায়িত্ব নেওয়ার পরই তৃণমূলের ভাবমূর্তি ফেরাতে নানা কর্মসূচি গ্রহণ করেন। বর্তমানে তৃণমূলে শুদ্ধিকরণ প্রক্রিয়া চলছে। কোনোরকম দুর্নীতিকে বরদাস্ত করা হবে না বলেই শীর্ষ নেতৃত্ব বার্তা দিচ্ছে। সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। যেন-তেন প্রকারেণ তৃতীয় বার ক্ষমতায় ফেরা কার্যত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে শাসকদলের কাছে। আর এই পরিস্থিতিতে রাজ্যে তৃতীয় বারের জন্য তৃণমূলের সরকার প্রতিষ্ঠা করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা যে অনস্বীকার্য হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর দলকে সাফল্য পাইয়ে দেওয়ার প্রশ্নে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এবার উত্তীর্ণ হতে পারেন, তাহলে তার নেতৃত্ব নিয়ে দলের অন্দরে আর কোনো প্রশ্ন থাকবে না বলেও মনে করছে একাংশ। সেদিক থেকে শুভেন্দু অধিকারী হোক বা মহুয়া মৈত্র, কেউই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পাত্তা পাবে না বলে দাবি একাংশের। শুধু তাই নয়, এই পরিস্থিতি তৈরি হলে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি তৃণমূলকে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আনতে পারেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য উত্তরসূরি হিসেবে ধরা হবে তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ফলে এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন যেমন পূরণ হবে, ঠিক তেমনই দলের কর্তৃত্ব থাকবে সেই বন্দ্যোপাধ্যায় পরিবারের হাতেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অনেকে বলছেন, এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস গঠন করেছিলেন পরিবারতন্ত্রের বিরুদ্ধে সরব হয়ে। তবে নিজের দল তৈরি করার পর যেভাবে তার ভাইপোকে দলের একদম প্রথম সারিতে যুব সংগঠনের দায়িত্ব দেওয়ার পাশাপাশি বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে দলের অনেকেই ক্ষুব্ধ হয়েছিলেন। তৃণমূল ছেড়ে যারা বিজেপিতে যোগ দিয়েছিলেন তারা প্রত্যেকেই বলেছিলেন, তৃণমূল একটা লিমিটেড কোম্পানি। এমনকি দলের অন্দরেও কানাঘুষো শোনা যাচ্ছিল, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই না করেও এভাবে শীর্ষ নেতা হয়ে উঠবেন! ফলে এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছুটা হলেও অস্বস্তিতে পড়তে হয়েছিল।

কিন্তু এবার সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি নিজের রণনীতির মধ্যে দিয়ে তৃণমূলকে জয়লাভ করাতে সক্ষম হন, তাহলে এইরকম সমালোচনা যেমন বন্ধ হবে, ঠিক তেমনই অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে একদম স্পষ্ট নাম হিসেবে ফুটে উঠবেন। এখন বিজেপির প্রভাব যেখানে প্রতিনিয়ত বাড়ছে, সেখানে 2021 এ দলকে ক্ষমতায় ফেরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রণনীতি কতটা কাজে দেয়, তার দিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!