এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > একুশের মহাযুদ্ধ : রাজ্যের হেভিওয়েট মন্ত্রীকে সরিয়ে এবার প্রার্থী অভিষেক ঘনিষ্ঠ মেয়র পারিষদ?

একুশের মহাযুদ্ধ : রাজ্যের হেভিওয়েট মন্ত্রীকে সরিয়ে এবার প্রার্থী অভিষেক ঘনিষ্ঠ মেয়র পারিষদ?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি ভিডিও কনফারেন্সে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 2021 সালের বিধানসভা নির্বাচনে যারা বর্তমান বিধায়ক আছেন, তারাই টিকিট পাবেন। এক্ষেত্রে তেমনভাবে কারও যে টিকিট কাটা হবে না, তা স্পষ্ট হয়ে গিয়েছিল তৃণমূল বিধায়কদের কাছে।

কিন্তু যত দিন যাচ্ছে, আর যত সময় যাচ্ছে, তত তৃণমূলের প্রার্থী তালিকায় বেশ কিছু নাম নতুন ভাবে যুক্ত হতে পারে বলে গুঞ্জন ছড়াচ্ছে। সূত্র মারফত খবর, এবার রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্রে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী পূর্ণেন্দু বসুর জায়গায় কি প্রার্থী হচ্ছেন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী? শাসকদলের অন্দরমহলে কান পাতলেই অবশ্য এই কথাই এখন শোনা যাচ্ছে।

জানা যায়, এককালে রাজ্যের মন্ত্রী পূর্ণেন্দু বসুর আত্মসহায়ক ছিলেন এই দেবরাজবাবু। বিধাননগর পৌরসভার প্রার্থী হওয়ার জন্য পূর্ণেন্দুবাবুর কাছে তিনি নিজের জীবনপঞ্জী পর্যন্ত জমা দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে প্রার্থী করা হয়নি। আর তারপরেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিধাননগর পৌরসভার 7 নম্বর ওয়ার্ড থেকে কংগ্রেসের প্রতীকে জিতে দেখিয়ে দিয়েছিলেন তিনি। পরবর্তীতে 2016 সালে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। আর তারপরই দেবরাজ চক্রবর্তীকে বিধান নগর পৌরসভার মেয়র পারিষদ করা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূলে যোগ দেওয়ার পর বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে রীতিমতো দলের সুনজরে পড়ে যান দেবরাজবাবু। ধীরে ধীরে ঘনিষ্ঠ হয়ে ওঠেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর এবার কি সেই দেবরাজ চক্রবর্তীকেই রাজ্যের হেভিওয়েট মন্ত্রী পূর্ণেন্দু বসুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী করা হবে? তবে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বর্তমান বিধায়কদের সকলকে টিকিট দেওয়া হবে, সেক্ষেত্রে পূর্ণেন্দুবাবুকে সরিয়ে যদি এখানে দেবরাজবাবুকে টিকিট দেওয়া হয়, তাহলে পূর্ণেন্দু পাব কোথা থেকে প্রার্থী হবেন! তা নিয়ে তৃণমূলের অন্দরে তৈরি হয়েছে জল্পনা।

একাংশ বলছেন, হয়ত বা বয়সজনিত কারণে এবার প্রার্থী নাও হতে পারেন পূর্ণেন্দু বসু। তবে যদি মমতা বন্দ্যোপাধ্যায় তার কথা রাখেন, তাহলে এখানে দেবরাজ চক্রবর্তীকে প্রার্থী করে অন্য কোনো আসন থেকে পূর্ণেন্দু বসুকে প্রার্থী করবেন তিনি। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ার কারণেই দেবরাজ চক্রবর্তীর নাম রাজারহাট-গোপালপুর কেন্দ্রের বিধায়কের টিকিট পাওয়ার জন্যই যে ব্যাপকভাবে জল্পনার তালিকায় রয়েছে, সেই ব্যাপারটি নিশ্চিত সকলের কাছে। এখন শেষ পর্যন্ত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের যুব মুখ দেবরাজ চক্রবর্তী টিকিট পান কি না, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!