এখন পড়ছেন
হোম > রাজনীতি > Breaking, রাজ্যে কত শতাংশ ভোট পড়ল তৃতীয় দফায়? দেখে নিন নির্বাচন কমিশনের প্রকাশিত রিপোর্ট

Breaking, রাজ্যে কত শতাংশ ভোট পড়ল তৃতীয় দফায়? দেখে নিন নির্বাচন কমিশনের প্রকাশিত রিপোর্ট


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল সম্পন্ন হলো রাজ্যের তৃতীয় দফার নির্বাচন। তৃতীয় দফার নির্বাচনে বেশ কিছু স্থানে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা দেখা গেছে, যা প্রথম ও দ্বিতীয় দফার নির্বাচনের চেয়ে কিছুটা বেশিই বলা যায়। বেশ কিছু স্থানে অশান্তির ফলে ভোটদানের হার হ্রাস পেতে পারে বলে, আশঙ্কা করেছিলেন অনেকেই। তবে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে তৃতীয় দফায় ৮০ শতাংশের ওপরে হয়েছে ভোট দান।

আজ নির্বাচন কমিশনের প্রকাশিত রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, তৃতীয় দফার নির্বাচনে ভোট পড়েছে ৮০.৫৩ শতাংশ। যার মধ্যে হাওড়ায় ভোট পড়েছে ৮৩.০৫ শতাংশ। হুগলিতে ভোট পড়েছে সর্বাধিক। যা হলো ৮৩.৭৫ শতাংশ। তুলনায় কিছুটা কম ভোট পড়েছে দক্ষিণ ২৪ পরগনায়। যা হলো ৭৭.৮০ শতাংশ। আর তিন জেলা মিলিয়ে গড় ভোট পড়েছে ৮০.৫৩ শতাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রথম দু’দফায় ভোটদানের হার ৮৫ শতাংশকে ছাড়িয়ে গিয়েছিল। সে তুলনায় তৃতীয় দফায় কিছুটা কম পড়েছে। তৃতীয় দফায় বেশ কিছু স্থানে যথেষ্ট উত্তেজক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। যার মধ্যে রয়েছে তারকেশ্বর, আরামবাগ, গোঘাট, সাতগাছিয়ার মত কেন্দ্রগুলি। এ কারণে ভোটদানের হার কিছুটা হ্রাস পেয়েছে বলে, মনে করছেন অনেকে। তবে, দেখা যাচ্ছে, অশান্তি থাকলেও মানুষ ভোটদান করেছেন স্বতঃস্ফূর্ত ভাবেই।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!