এখন পড়ছেন
হোম > জাতীয় > “অচ্ছে দিনে”র প্রতিশ্রুতি নিয়ে মোদিকে একহাত নিলেন তৃণমূল নেতা

“অচ্ছে দিনে”র প্রতিশ্রুতি নিয়ে মোদিকে একহাত নিলেন তৃণমূল নেতা

মধ্য হাওড়া তৃণমূল কংগ্রেসের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় হাওড়া ময়দান ফাঁসিতলায় । এই সভায় তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সুপ্রীতি চট্টোপাধ্যায়, সৃষ্টিধর ঘোষ, শ্যামল মিত্র, গৌতম দত্ত, সীমা নস্কর, শেখ ইসলামউদ্দিন (লালা) প্রমুখ । এই সভার প্রধান বক্তা ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী তথা হাওড়া সদরের তৃণমূল কংগ্রেস সভাপতি অরূপ রায় ৷তিনি তাঁর বক্তব্যে জানান যে , গত লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন গন মাধ্যমের সৌজন্যে দেশ বাসীকে “আচ্ছে দিনের” প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদী জী। কিন্তু আদতে তিনি তার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ। নোটবন্দি, জিএসটি, এফআরডিআই এর মতো একাধিক জনবিরোধী নীতি নিয়েছেন ৷দেশের সাধারণ মানুষ এখন ভালো ভাবেই নিজেদের অবস্থান বুঝতে পারছেন। রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেলের মতো গুরুত্ব পূর্ণ জিনিসের দাম অস্বাভাবিক রকমভাবে রেড়ে চলেছে। ২০১৯ এর লোকসভা নির্বাচনে জনগন নিশ্চয়ই এই মূল্যবৃদ্ধি ও অচ্চে দিনের নামে হয়ে চলা প্রহসনের জবাব দেবেন। এইদিন অরূপ বাবু আরোও জানালেন গত বিধানসভা নির্বাচনে শক্তিশালী বিরোধী প্রচার সত্ত্বেও তৃণমূল কংগ্রেস ২১১ আসন পেয়েছিলো । এই রায় বাংলার মানুষের ।বাঙ্গলায় মানুষের জন্যে জঙ্গলে , পাহাড়ে প্রভূত উন্নতি হয়েছে দাবি করেন তিনি । কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, ন্যায্য মূল্যে মেডিসিন শপ এর মতো জনহিত কর কাজ মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ও নেতৃত্বে সাধারন পশ্চিম বাংলা বাসীর জন্যে বাস্তবায়িত হয়েছে। সাধারণ মানুষের অগাধ ভরসা তাদের মুখ্যমন্ত্রীর ওপর ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!