এখন পড়ছেন
হোম > রাজ্য > তবে কি ঠিক হয়েই গেলো রাজ্য বিজেপির নতুন মুখ

তবে কি ঠিক হয়েই গেলো রাজ্য বিজেপির নতুন মুখ


সামনেই ত্রিপুরা ভোট আর তার পরেই বাংলার পঞ্চায়েত নিয়েই ঝাঁপাবে বিজেপি নেতৃত্ব এমনটাই মনে করছে রাজনৈতিকমহল। বিজেপিতে নেতা অনেক রয়েছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তুলে ধরার মতো কোনও মুখ নেই।মুকুল রায় আসার পর উপনির্বাচনে না জিতলেও তারা বড় জয় পেয়েছে রাজ্যের প্রধান বিরোধী হয়ে দ্বিতীয় স্থান দখল করেছে। আর এতে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে রাজ্যের নেতা কর্মীরা স্বভাবতই খুশি তাই এখন বিজেপির নয়নের মনি মুকুল রায়।কিন্তু তিনি পিছন থেকে কাজ করতে যতটা পটু ,মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সামনাসামনি লড়াই করতে ততটা সাবলীল হবেন না বলেই মনে করছে বিজেপি তাই এবার নতুন মুখ আনতে চলেছে বলেই কানাঘুসো শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে রাজ্যপাল তথাগত রায়কে বাংলায় ফিরিয়ে এনে তাঁকেই বাংলার মুখ করে তোলা হতে পারে।তিনি সঙ্ঘ পরিবারের খুবই ঘনিষ্ঠ।ফলে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ বা আরএসএস দুটারফের সাথেই সুসম্পর্ক বজায় রাখবেন। আর অন্যদিকে মুকুল রায় আছেন যিনি পিছন থেকে ঘুটি সাজাবেন। এমনিতেই মুকুল রায় দলে আসার পর রাজ্যে বিজেপি শক্তি বাড়ছে। আর এই দুই একসাথে মিললে সামনের পঞ্চায়েত,বিধানসভা,লোকসভা সবই বিজেপি ভালো ফল করবে বলে মনে করছে রাজনৈতিকমহল। তবে এখনো কোনো ঘোষণা হয়নি এই নিয়ে।এইসব কিছুই জল্পনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!