এখন পড়ছেন
হোম > জাতীয় > মুখ্যমন্ত্রী ও দলীয় সভাপতির কাজে অখুশি অমিত শাহকে চিঠি বিজেপির

মুখ্যমন্ত্রী ও দলীয় সভাপতির কাজে অখুশি অমিত শাহকে চিঠি বিজেপির

এই বছরের শেষের দিকে রাজস্থানে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন আর তার আগেই রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া সহ প্রদেশ বিজেপি সভাপতি অশোক পরনামীর বিরুদ্ধে কোভ উগরে দিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে চিঠি লিখলেন রাজস্থানে ভারতীয় জনতা পার্টির ওবিসি শাখা।সমাজের নানা অংশের মানুষ বিশেষতঃ কৃষক সম্প্রদায় সরকারের কাজকর্মে খুবই অসন্তুষ্ট । একথা জানিয়েছেন কোটা জেলার ওবিসি শাখার প্রধান অশোক চৌধুরী । রাজ্যের মানুষ দলের ওপর আস্থা হারিয়ে ফেলছে। বিজেপি সভাপতিকে চিঠিতে এমনি অভিযোগ করেছে ওবিসি শাখার সদস্যরা বলে জানা গেছে। তারা আরও জানিয়েছেন যে এই অবস্থা চলতে থাকলে দলের সামনে বড় দুর্ঘটনা অপেক্ষা করছে। প্রসঙ্গত রাজস্থানে কিছুদিন আগেই অনুষ্ঠিত হওয়া লোকসভা উপনির্বাচনে ; গত ১ ফেব্রুয়ারি , আজমের, আলওয়ার, মন্দালগড়ে তিনটি আসনে বিজেপি পরাজিত হয়েছে। এই তিনটি আসনই কংগ্রেসের দখলে। বিজেপি সভাপতিকে লেখা চিঠিতে , রাজস্থানের প্রদেশ বিজেপি সভাপতি অশোক পরনামীকে “রাজের ভৃত্য” বলে আক্রমন করা হয়েছে। রাজ্যে রাজে’র ক্রিয়াকলাপ এইভাবে চলতে থাকলে আগামী নির্বাচনে বিজেপির পতন নিশ্চিত বলে দলীয়কর্মীদের আশঙ্কা । এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে আর দলীয় কর্মীরা নতুন করে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্যে, রাজস্থানের বিজেপি নেতৃত্বে বদল আনার জন্যে দলের শীর্ষ নেতৃত্বের কাছে আবেদন করা হয়েছে। বিজেপি সূত্রে খবর মানুষের পাশে থাকার জন্য তারা নতুন করে নেতৃত্ব সাজানোর কাজে লেগেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!