এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > ভুল তথ্য পেশের অভিযোগ, কংগ্রেসের নোটিশে চাপে হেভিওয়েট মন্ত্রী!

ভুল তথ্য পেশের অভিযোগ, কংগ্রেসের নোটিশে চাপে হেভিওয়েট মন্ত্রী!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময় সরব হতে দেখা যাচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলোকে। এক্ষেত্রে সংসদের ভেতরে এবং বাইরে বিভিন্ন ইস্যুতে কেন্দ্রকে চেপে ধরতে সক্ষম বিরোধীরা। আর এই পরিস্থিতিতে হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে ভুল তথ্য পেশ করার অভিযোগ তুলল জাতীয় কংগ্রেস। যেখানে সংসদে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেনের অভাবে কেউ মারা যায়নি বলে একটি দাবি করেছিলেন। আর তার এই তথ্যকেই ভুল বলে দাবি করে পাল্টা স্বাধীকার বন্ধের নোটিশ দিল কংগ্রেস। যাকে কেন্দ্র করে ব্যাপক চাপে পড়ে গিয়েছে ভারতীয় জনতা পার্টি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি সংসদে একটি দাবি করেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার। যেখানে তিনি বলেন, “করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সময় অক্সিজেনের অভাবে কেউ মারা গিয়েছেন বলে জানা যায়নি।” এমনকি এই ব্যাপারে কোনো রাজ্য তেমন কিছু বলেনি বলেও জানিয়ে দেন এই কেন্দ্রীয় মন্ত্রী। আর তারপরেই তার বিরুদ্ধে সোচ্চার হতে দেখা যায় কংগ্রেসকে। ইতিমধ্যেই এই ব্যাপারে সেই কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দিয়েছেন কংগ্রেস সাংসদ কে সি বেনুগোপাল। যেখানে বিভিন্ন তথ্য তুলে ধরে এমন অনেক রাজ্য আছে, যেখানে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ এর সময় বহু মানুষ অক্সিজেনের অভাবে মারা গিয়েছেন বলে দাবি করেছেন এই হেভিওয়েট সাংসদ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে কংগ্রেস সাংসদ কে সি বেনুগোপাল বলেন, “ভারতী সংসদের অপমান করেছেন। সকলেই দেখেছেন করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় কিভাবে রাজধানী দিল্লি সহ দেশের নানা প্রান্তের মানুষ অক্সিজেনের অভাবে মারা গিয়েছেন।” আর এখানেই তৈরি হয়েছে প্রশ্ন। কেন তাহলে সংসদে বিভ্রান্তিকর তথ্য পেশ করলেন হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রী? একাংশ বলছেন, যেভাবে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে ভুল তথ্য দেওয়ার অভিযোগ তুলে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে কংগ্রেসের পক্ষ থেকে স্বাধিকার ভঙ্গের নোটিশ দেওয়া হল, তাতে ভারতীয় জনতা পার্টি অত্যন্ত বিপাকে পড়ে গেল। এমনিতেই বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে সরব হতে দেখা যাচ্ছে বিরোধী দল কংগ্রেসকে। আর এবার ভিত্তিহীন তথ্য দেওয়ার অভিযোগে কেন্দ্রীয় মন্ত্রীকে চাপে ফেলে দিয়ে তার বিরুদ্ধে কংগ্রেসের স্বাধীকার ভঙ্গের নোটিশ গেরুয়া শিবিরকে কতটা চাপে রাখে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!