বিজেপির জেতা পঞ্চায়েতও ভাঙন ধরিয়ে দখলে নিল তৃণমূল কংগ্রেস রাজ্য August 26, 2018 রাজ্যে ত্রিশঙ্কু পঞ্চায়েতগুলিতে যখন শাসক তৃনমূলকে ঠেকাতে একজোট হচ্ছে বিরোধী দলগুলো ঠিক তখনই বিরোধীদের সেই আশাকে ক্ষুন্ন করে বিরোধীদের ঘর ভাঙছে শাসকদলও। সূত্রের খবর, রাজ্যে পঞ্চায়েতের বিজ্ঞপ্তি জারি হলেও আলিপুরদুয়ার -১ ব্লকে বোর্ড গঠনে একটু দেরি রয়েছে। এবার সেই ব্লকেরই অন্তর্গত পূর্ব কাঁঠালবাড়ি পঞ্চায়েতে নিজেদের দখলে আনল শাসকদল তৃণমূল কংগ্রেস। জানা যায়, 17 আসনবিশিষ্ট এই পূর্ব কাঠালবাড়ি পঞ্চায়েতে এবার বিজেপি 10, তৃনমূল 4 এবং আরএসপি, সিপিএম ও নির্দল একটি করে আসন পায়। হিসেব মত এখানে সংখ্যাগরিষ্ট দল হিসাবে বিজেপির বোর্ড গঠনের কথা থাকলেও তা চলে এল শাসকদলের দখলে। কিন্তু কেন? জানা যায়,গত শুক্রবার ওই পঞ্চায়েতে বিজেপি’র নির্বাচিত পাঁচ জন ও একজন নির্দল পঞ্চায়েত সদস্য শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তবে শুধু এই পঞ্চায়েত সদস্যরাই নয়, এদিন তাঁদের সাথে পূর্ব কাঁঠালবাড়ি পঞ্চায়েতের বিজেপির বুথ ও অঞ্চল স্তরের ১১ জন নেতানেত্রীও এদিন ঘাসফুল শিবিরে নিজেদের নাম লিখিয়েছেন। এদিন শহরে দলীয় কার্যালয়ে তাঁদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন আলিপুরদুয়ার জেলার তৃনমূল সভাপতি মোহন শর্মা, বিধায়ক সৌরভ চক্রবর্তী এবং আলিপুরদুয়ার-১ ব্লকের সভাপতি মনোরঞ্জন দে। পরে জেলা সভাপতি মোহন শর্মা বলেন,” দলত্যাগী বিজেপি ও নির্দল পঞ্চায়েত সদস্যরা আমাদের দলেই ছিলেন। টিকিট না পেয়েই তাঁরা নির্দল ও বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন। ভোটের পরে তাঁরা দলে আসার জন্য আবেদন জানিয়েছিলেন। তাঁদের সকলের যোগদানে লোকসভা ভোটের আগে ব্লকে দল আরও শক্তিশালী হল।” ফেসবুকের কিছু টেকনিকাল প্রব্লেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে অন্যদিকে তাঁদের দলের জয়ী সদস্যরা তৃনমূলে গেলেন কেন? তাহলে কি এর পেছনে দলের ব্যার্থতা রয়েছে? এদিন সেই ব্যাপারে বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন,” তৃণমূল বিজেপি’র ঘরে ডাকাতি করছে। দলের নির্বাচিত সদস্যদের অগণতান্ত্রিকভাবে ছিনিয়ে নেওয়ার জন্য লোকসভা ভোটে ভোটাররাই তার উপযুক্ত জবাব দেবে।” সব মিলিয়ে বোর্ড গঠনের দিন এগিয়ে আসতেই বিরোধী দলের জয়ী সদস্যরা ভিড় বাড়াচ্ছে শাসকের অন্দরে। আপনার মতামত জানান -