এখন পড়ছেন
হোম > জাতীয় > “দিদি এখন বাংলার দিদি নন। দিদি এখন ভাইপোর পিসি হয়ে গেছেন।” – কটাক্ষ হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রীর

“দিদি এখন বাংলার দিদি নন। দিদি এখন ভাইপোর পিসি হয়ে গেছেন।” – কটাক্ষ হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ নন্দীগ্রাম থেকে মনোনয়নপত্র জমা দিতে চলেছেন শুভেন্দু অধিকারী। সম্প্রতি তাঁর সঙ্গে আছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আজ সকালে নন্দীগ্রামের সিংহবাহিনী মন্দিরে পুজো দিয়েছেন শুভেন্দু অধিকারী, এরপর তিনি পুজো দিয়েছেন জানকীনাথ মন্দিরে। সম্প্রতি শুরু হতে চলেছে তাঁর রোডশো। রোডশো শুরু হওয়ার পূর্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তাঁর বক্তব্যতে রাজ্যের শাসক দল তৃণমূলকে নানাভাবে দুষলেন তিনি।

কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানালেন যে, বাংলার মহিলাদের জন্য অর্থসাহায্য পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চাল পাঠিয়ে ছিলেন তিনি। তিনি প্রশ্ন করেছেন, রাজ্যের মানুষ কেন এই সুবিধা থেকে বঞ্চিত? এরপরই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি জানালেন যে, মুখ্যমন্ত্রী(দিদি) এখন আর বাংলার দিদি নন, তিনি এখন ভাইপোর পিসিতে পরিণত হয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গ থেকে দুষ্কৃতীরাজ বন্ধ করা দরকার। মুখ্যমন্ত্রীর প্রতি তিনি প্রশ্ন করেছেন, আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা থেকে কেন রাজ্যের মানুষকে বঞ্চিত করা হয়েছে? এরপরই তিনি জানালেন যে, সোনার বাংলা গঠন করবে বিজেপি। তিনি জানান, আগামী ২ রা মের পর বাংলায় সরকার গঠন করবে বিজেপি।

অন্যদিকে, সম্প্রতি মেদিনীপুরের সার্কিট হাউস থেকে মেদিনীপুর জেলাশাসকের কার্যালয়ে এসে পৌঁছালেন পর্যবেক্ষক অজয় নায়েক ও বিবেক দুবে। জেলাশাসকের কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করতে চলেছেন তাঁরা। এই বৈঠকে এই তিন জেলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। আবার, এই তিন জেলার পুলিশ ও প্রশাসনের সঙ্গে বৈঠক করতে চলেছেন নির্বাচন কমিশনের এই দুই পর্যবেক্ষক অজয় নায়েক ও বিবেক দুবে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!