এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সিরিয়াল প্রেমীদের জন্য সুখবর! জট কাটিয়ে অবশেষে আসতে চলেছে নতুন পর্ব! কবে থেকে শুরু জেনে নিন

সিরিয়াল প্রেমীদের জন্য সুখবর! জট কাটিয়ে অবশেষে আসতে চলেছে নতুন পর্ব! কবে থেকে শুরু জেনে নিন


লকডাউনের মধ্যে রীতিমত হাঁসফাঁস অবস্থা ছিল রাজ্যের সিরিয়াল প্রেমীদের। সামাজিক দূরত্বের কারণ হিসেবে সিরিয়াল এবং সিনেমার শুটিং সরকারের পক্ষ থেকে বন্ধ করার কথা জানানোর সাথে সাথেই কিভাবে সন্ধ্যা কাটবে, তা নিয়ে সিরিয়াল প্রেমিদের মধ্যে তৈরি হয় বড় প্রশ্ন। তবে পঞ্চম দফার লকডাউনে শিথিলতা জারি করার পরেই অবশেষে এই ব্যাপারে আশার আলো তৈরি হতে শুরু করে বিভিন্ন মহলে।

কিন্তু তেমন ভাবে কবে থেকে সিরিয়ালের নতুন পর্ব দেখা যাবে, তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছিল। অবশেষে এই ব্যাপারে খুশির খবর সামনে এল‌। যেখানে আগামী 10 তারিখ থেকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে শুটিং চলছে। আর 15 তারিখ থেকে টেলিভিশনের পর্দায় সিরিয়ালের নতুন এপিসোড দেখতে পাবেন দর্শকরা বলে জানিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। যার ফলে এখন আশার আলো তৈরি হয়েছে বিভিন্ন মহলে।

সূত্রের খবর, বৃহস্পতিবার টেকনিশিয়ান স্টুডিওয় দাঁড়িয়ে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, “আগামী 10 তারিখ থেকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে টলিপাড়ায় শুটিং শুরু হচ্ছে। আর 15 তারিখ থেকে টেলিভিশনের পর্দায় তাদের প্রিয় সিরিয়ালগুলির নতুন এপিসোড দেখতে পাবেন।” আর এই কথা শোনার সাথে সাথেই স্টুডিওর বাইরে থাকা কিছু মানুষ খুশিতে ফেটে পড়েন।

দীর্ঘদিন ধরে সিরিয়াল শুটিং না হওয়ায় দর্শকরা যেমন বিমর্ষ হয়ে পড়েছিলেন, ঠিক তেমনই কলাকুশলীরাও নতুন কাজের অপেক্ষায় ছিলেন। অবশেষে এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত দেওয়ায় অনেকটাই খুশি হল তারা। তবে এই শুটিং চালুর ক্ষেত্রে বেশ কিছু নিয়ম বলবৎ করা হয়েছে। যেখানে জানানো হয়েছে, এই মুহূর্তে যারা 10 বছরের নিচে শিশু শিল্পী রয়েছেন, তাদের কোনওমতেই শুটিং করানো যাবে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে যদি 65 বছরের বেশি বয়সের অভিনেতারা শুটিং করতে চান, তাহলে তাদের সরকারের কাছে লিখিত আবেদন জানিয়ে নির্দেশিকা মেনেই শুটিং করতে হবে। এদিন এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, “স্বাস্থ্য বিধি মেনেই সকলে কাজ করবেন। আপনারা যখন টিভি দেখবেন, তখনই বুঝতে পারবেন। ধারাবাহিক এবং গল্প সবটাই উপভোগ করবেন। আবার সামাজিক দূরত্বও মানা হবে।” তবে শুটিং শুরু হলেও, বেশ কিছু কলাকুশলীদের গলায় শোনা যাচ্ছে চিন্তার সুর।

এদিন এই প্রসঙ্গে রানী রাসমণি ধারাবাহিকের দিতিপ্রিয়া রায় বলেন, “অনেকটা স্বস্তি পাচ্ছি। তার সঙ্গে টেনশন হচ্ছে। কিছু মানুষের কথা ভেবে মনে হচ্ছে, তাদের জন্য কাজ শুরু হওয়া দরকার। আবার স্বাস্থ্যের দিক থেকে ভাবতে গেলে বেশ ভয় লাগছে। বাড়ির লোকের যেন কিছু না হয়।” একইভাবে আরেক ধারাবাহিক “কে আপন কে পর” এর পল্লবী শর্মা বলেন, “কাজ শুরু হওয়া তো খুব আনন্দের। কিন্তু ঝুঁকি থাকবেই।”

তিনি আরও জানান, “আমাদের সবাইকে খুব সাবধানে থাকতে হবে। আমরা যেন আনন্দে ভেসে গিয়ে মহামারীর কথা ভুলে না যাই।” এক ধাপ এগিয়ে “কি করে বলব তোমায়” ধারাবাহিকে অভিনয় করা স্বস্তিকা দত্ত বলেন, “কাজ করতে চাই। তবে কতটা সুরক্ষিত থাকব, সেটা নিয়েই চিন্তা।” অর্থাৎ মানুষের ঘরে ঘরে তাদের সিরিয়ালের দৃশ্য পৌঁছে দেওয়ার জন্য এতদিন উদগ্রীব থাকা অভিনেতা-অভিনেত্রীরা এবার অভিনয় করার সুযোগ পেলেও, করোনা যে তাদের গ্রাস করবে না, এই ব্যাপারে তারা কেউই নিশ্চিত হতে পারছেন না।

আর তাই সতর্কতা যে তাদেরকে প্রবলভাবে অবলম্বন করতে হবে, সেটা বারেবারে নিজেদের বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরছেন অভিনেতা-অভিনেত্রীরা। এখন সামাজিক দূরত্বকে বজায় রেখে টিভি সিরিয়ালের শুটিং কতটা সুচারুভাবে করা সম্ভব হয় এবং তা দর্শকদের মনোগ্রাহী হয়ে ওঠে, সেদিকেই নজর থাকবে সকলের। তবে লকডাউনের জেরে শুটিং বন্ধ হয়ে যাওয়ায় অনেকেরই ঘর চালাতে অসুবিধা হচ্ছিল – এবার অন্তত সেই সমস্যার সমাধান হবে বলেই মনে করছেন সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!