এখন পড়ছেন
হোম > জাতীয় > “বাংলা আগে দেশকে দিশা দেখাত, এখন অপরাধ, অরাজকতা বেড়েছে” – বিস্ফোরক যোগী আদিত্যনাথ

“বাংলা আগে দেশকে দিশা দেখাত, এখন অপরাধ, অরাজকতা বেড়েছে” – বিস্ফোরক যোগী আদিত্যনাথ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –আজ মালদাতে এসেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মালদার গাজোল কলেজ ময়দানে সভা করছেন তিনি। আজ গাজোলের সভা থেকে একদিকে যেমন, বাংলাকে শ্রদ্ধা করলেন, বাংলার গৌরবকে স্মরণ করলেন, তেমনি প্রবল কটাক্ষ ও অভিযুক্ত করলেন তিনি রাজ্যের শাসক দল তৃণমূলকে।

আজ গাজোলের সভা থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানালেন যে, সনাতন সংস্কৃতির পীঠে আসতে পারে তিনি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করছেন। তিনি বন্দে মাতারাম মন্ত্রে দীক্ষিত বীরভূমিকে প্রণাম জানালেন। তিনি জানালেন, বন্দেমাতরম মন্ত্র রাষ্ট্রীয় চেতনার জাগরন ঘটিয়েছিল। যোগী আদিত্যনাথ জানালেন, দেশের প্রথম নোবেল পুরস্কার এনে দিয়েছিলো এই বাংলাই। বাংলা আগে দেশকে দিশা দেখাত, দেশকে নেতৃত্ব দিত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপরই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আক্ষেপ করেছেন যে, আগে বাংলা দেশকে দিশা দেখাত, কিন্তু এখন অপরাধ, অরাজকতা বেড়ে গেছে এই বাংলায়। তিনি অভিযোগ করেন, বাংলায় শুধু তোষণের রাজনীতি চলছে। বাংলায় বারবার ঘটছে লাভ জিহাদের মতো ঘটনা। তিনি জানালেন, বাংলা এখন হয়ে উঠেছে হিংসার ভূমি। কিন্তু, এরপরেই তিনি জানান যে, বাংলা হল পরিবর্তনের ভূমি। বাংলার ঐতিহ্যকে ফিরিয়ে আনার আহ্বান জানালেন তিনি।

রাজ্যের শাসক দল তৃণমূলকে অভিযুক্ত করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানালেন যে, এখন বাংলায় অপরাধ বৃদ্ধি পেয়েছে, বেড়েছে অরাজকতা। কেন্দ্রীয় সরকারের প্রকল্প এই রাজ্যে চালু করতে দেয়া হয়না। দুর্গাপূজা করতে গেলেও সমস্যার সম্মুখীন হতে হয়। তিনি জানালেন বাংলা বরাবরই পরিবর্তনের ভূমি। এবারও বাংলায় পরিবর্তন ঘটবে। তিনি জানালেন, বাংলা হলো ভারতের স্বাধীনতা আন্দোলনের ভূমি। তাই বাংলার ক্ষতির অর্থই হলো, দেশের ক্ষতি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!