এখন পড়ছেন
হোম > অন্যান্য > চাকরিপ্রার্থীদের তীব্র ক্ষোভের জেরে রেলে আবারো খুলতে চলেছে প্রায় দেড় লক্ষ নিয়োগের দরজা?

চাকরিপ্রার্থীদের তীব্র ক্ষোভের জেরে রেলে আবারো খুলতে চলেছে প্রায় দেড় লক্ষ নিয়োগের দরজা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক অবস্থা যে তলানিতে এসে ঠেকেছে সে কথা আলাদা করে বলে দিতে হয় না। এমন পরিস্থিতিতে সরকারের আয় এবং ব্যয়ের খরচের মধ্যে সমতা আনতে ইতিমধ্যেই সরকার থেকে নেওয়া হয়েছে অনেক রকম পদক্ষেপ। তার মধ্যে সরকারি অনুষ্ঠানে কাটছাঁট করার সঙ্গে সরকারি দপ্তরে চাকরির আবেদনেও কাটছাঁট করা হয়েছে। জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে চলতি বছরের জুলাই মাসের পর যে সমস্ত নতুন খাতে চাকরি দেওয়ার কথা ছিল সেগুলি আপাতত স্থগিত রাখা হচ্ছে অনির্দিষ্টকালের জন্য। সেইসঙ্গে পুরনো যে সমস্ত মানুষদের সরকারি চাকরির জন্য এক বছরের মধ্যে পথ দেওয়ার কথা ছিল, তাদেরও অনিশ্চিত ভবিষ্যতের কথা ঘোষণা করা হয়। এরপরই মোদি সরকারের বিরুদ্ধে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়।

এছাড়া এখানেই শেষ নয়, সরকারি দপ্তরে ৩০ বছর সার্ভিস হয়ে যাওয়া কর্মীদের অনির্দিষ্ট ভবিষ্যতের কথা বলার সঙ্গে সঙ্গে রেলের বেসরকারিকরণ থেকে শুরু করে অনেক নতুন পদক্ষেপের কথা কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়। সম্প্রতি এমনই একটি রেলের চাকরির বিজ্ঞপ্তি নিয়ে দেশে অসন্তোষের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। গতবছর ফেব্রুয়ারি মাসে লোকসভা ভোটের আগে রেলে প্রায় দেড় লক্ষ পদে নিয়োগের ঘোষণা করা হয়েছিল। সেই মতো ফর্ম ফিলাপ করেছিল, প্রায় দেড় লক্ষ শূন্য পদে চাকরির জন্য প্রায় ২ কোটি ৪২ লক্ষ বেকার ছেলেমেয়ে। কিন্তু ব্যাপারটা ওই ফর্ম ফিলাপ পর্যন্তই থেমে হয়। সেই নিয়োগ প্রক্রিয়া এতদিনে আর এগোয়নি। প্রায় দেড় বছর অপেক্ষার পর চাকরিপ্রার্থীরা শেষপর্যন্ত বিক্ষোভের পথ বেছে নেয়। তবে এবার সেই বিক্ষোভ কাজে এসেছে বলে মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি ভারতীয় রেলের রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) তরফে জানা গেছে, রেলের অন্তত ১.৪০ লক্ষ পদে নিয়োগের জন্য চলতি বছরের ১৫ই ডিসেম্বর থেকে প্রথম দফার কম্পিউটার বেসড টেস্ট শুরু হবে। এক্ষেত্রে পরীক্ষার পর সফল ব্যক্তিদের তিন ধরনের শ্রেণিতে নিয়োগ করা হবে।
১) নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরি (গার্ড, ক্লার্ক প্রভৃতি)।
২) আইসোলেটেড অ্যান্ড মিনিস্টেরিয়।
৩) লেভেল ১ (ট্র‌্যাক মেনটেনার, পয়েন্টসম্যান প্রভৃতি)।
সবমিলিয়ে মোট ১,৪০,৬৪০টি শূন্য পদে নিয়োগ করা হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় রেলের পরীক্ষার তারিখ ঘোষণার দাবি সংক্রান্ত দুই হ্যাশট্যাগ #RRBExamDates এবং #speakupforSSCRaliwaysstudents বেশ ট্রেন্ডিং হয়েছিল। প্রতিদিন লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী এই হ্যাশট্যাগে টুইট করছিলেন। সেই সঙ্গে বিজেপি বা কেন্দ্র সরকারের পোস্ট করা ইউটিউব ভিডিওতে ডিসলাইকের সংখ্যা হুহু করে বাড়ছিল। সেই আন্দোলনে সম্প্রতি কংগ্রেস নেতা রাহুল গান্ধী চাকরিপ্রার্থীদের সমর্থনে টুইট করেছিলেন। আর তাতেই বোধহয় আগুনে ঘি পড়ে। দেড় বছরের বেশি সময় অপেক্ষার পর শেষপর্যন্ত চাকরিপ্রার্থীরা অন্তত পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!