এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ছেলে সহ মালদার প্রভাবশালী বিজেপি নেত্রী ‘নিখোঁজ’ গত ১১ দিন ধরে! তীব্র চাঞ্চল্য রাজ্যে!

ছেলে সহ মালদার প্রভাবশালী বিজেপি নেত্রী ‘নিখোঁজ’ গত ১১ দিন ধরে! তীব্র চাঞ্চল্য রাজ্যে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ২০২১-এ রয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। এই নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘর্ষ, মতভেদ, অশান্তির মাত্রা দিন দিন বৃদ্ধি পেয়েছে। এই টানটান পরিস্থিতিতে মালদহ জেলার অন্তর্গত পুরাতন মালদহ ব্লকের মুচিয়া গ্রাম পঞ্চায়েতের এক মহিলা বিজেপি সদস্য গত ১১ দিন ধরে নিখোঁজ। প্রসঙ্গত, গত পঞ্চায়েত নির্বাচনে এই মুচিয়া গ্রাম পঞ্চায়েতটি বিজেপির করায়ত্ব হয়।

নিখোঁজ বিজেপি সদস্য রিতা বল্লভ মুচিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নেমুয়া থেকে গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন। প্রসঙ্গত নিখোঁজ হয়ে যাওয়া বিজেপি সদস্য রিতা বল্লভ গত ২৬ সে আগস্ট মুচিয়া পঞ্চায়েত অফিসের একটি বিশেষ অনুষ্ঠানে তাঁর ১৫ বছরের ছেলেকে নিয়ে উপস্থিত হয়েছিলেন। এদিন মুচিয়া পঞ্চায়েত অফিসে এক্সিকিউটিভ অফিসারের বিদায় সংবর্ধনার অনুষ্ঠান ছিল। আর এই অনুষ্ঠানের পর থেকেই তিনি ও তার পুত্র রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন।

তার নিখোঁজের এই ঘটনায় সমস্ত এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রের খবর। দুশ্চিন্তা বেড়েছে বিজেপি শিবিরে। পারিবারিক কারণে তিনি আত্মগোপন করে আছেন, নাকি তিনি কোন রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছেন, এরকম নানা প্রশ্ন উঠছে স্থানীয় গ্রামবাসীদের মনে। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের ও নিকটবর্তী বিভিন্ন স্থানে একাধিকবার খোঁজ করেও তাদের কোনো খবর পাওয়া যায়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শেষ পর্যন্ত তাদের সন্ধানে পুলিশের দ্বারস্থ হন নিখোঁজ রীতা বল্লভের স্বামী দেবকুমার বল্লভ। গতকাল শনিবার মালদহ থানায় পুলিশের কাছে নিখোঁজ স্ত্রী পুত্রের খোঁজখবর নিতে গেলে পুলিশ তাঁর সঙ্গে অসহযোগিতা ও দুর্ব্যবহার করেছে বলে তিনি অভিযোগ করেছেন। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ” স্ত্রী ও একমাত্র ছেলে গত ১১ দিন ধরে নিখোঁজ রয়েছে। সমস্ত সম্ভাব্য জায়গায় খোঁজ করেও পাইনি। পুলিসকে সমস্ত ঘটনা আগেই জানান হয়েছে।

তিনি আরও জানান, “এদিন থানায় বিষয়টি নিয়ে তদারকি করতে গেলে পুলিস উল্টো আমাকে গালিগালাজ ও দুর্ব্যবহার করে। দলের স্থানীয় নেতৃত্বকে বিষয়টি জানিয়েছি।” দলীয় পঞ্চায়েত সদস্যের এই আশ্চর্যজনক অন্তর্ধান সম্পর্কে মুচিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ও বিজেপি নেত্রী শুভলক্ষ্মী গায়েন চৌধুরী বলেছেন, “ওই পঞ্চায়েত সদস্য বেশ কিছুদিন ধরে অফিসে আসছেন না। নিখোঁজের ব্যাপারে আমাকে তাঁর স্বামী কিছু জানাননি। বিষয়টি খুবই উদ্বেগের। খোঁজ নিয়ে দেখছি।”

অন্যদিকে, তাঁদের এই অন্তর্ধান প্রসঙ্গে বিজেপির পুরাতন মালদহ মন্ডল সভাপতি নিতাই মন্ডল জানিয়েছেন, ” শুনেছি পঞ্চায়েত সদস্য নিখোঁজ আছেন। এর পিছনে কী কারণ রয়েছে তা পুলিস বলতে পারবে। একজন জনপ্রতিনিধি দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা দরকার।”

রিতা দেবী তাঁর পুত্রের এই নিখোঁজ হওয়ার ঘটনা সম্পর্কে মালদা থানার পুলিশের পক্ষ থেকে কোনো বিবৃতি এখনো পর্যন্ত দেওয়া হয়নি। এ প্রসঙ্গে মালদহ পুলিশ সুপার অলক রাজরিয়া বলেছেন যে, সম্পূর্ণ ঘটনাটির উপযুক্ত তদন্ত শুরু করছে পুলিশ। তাঁদের এই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় সমগ্র এলাকায় ব্যাপক শোরগোল শুরু হয়েছে ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!