এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > জেরা পর্বে সন্তুষ্ট নয়, ঘাম ছুটছে তৃনমূল সাংসদের! বড় নির্দেশ ইডির!

জেরা পর্বে সন্তুষ্ট নয়, ঘাম ছুটছে তৃনমূল সাংসদের! বড় নির্দেশ ইডির!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে ফ্ল্যাট প্রতারণা, বিভিন্ন বিষয়ে তৃণমূলের একের পর এক নেতা মন্ত্রীর নাম জরাতে শুরু করেছে।তবে তাদের ডাকা হলেও কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তা নিয়ে বড় প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে সকলের মনেই। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে সমস্ত বিষয়ে কাগজপত্র নিয়েই আটঘাট বেঁধেই পথে নামতে চাইছে, তা একবারে পরিষ্কার। সম্প্রতি প্রায় 6 ঘন্টা ফ্ল্যাট প্রতারণা মামলায় জেরা করা হয়েছিল তৃণমূল সাংসদ নুসরাত জাহানকে। আর এবার তার কাছ থেকে আরও বেশ কিছু নথি তলব করল ইডি।

প্রসঙ্গত, গত 12 তারিখ এই ফ্ল্যাট প্রতারণা মামলায় প্রায় দীর্ঘক্ষণ জেরা করা হয় তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরাত জাহানকে। বাইরে বেরিয়ে এসে এই তৃণমূল সাংসদ বড় বড় গলায় দাবি করেছিলেন, তার কাছে যে সমস্ত তথ্য চাওয়া হয়েছে, তিনি নাকি সমস্ত কিছু দিয়ে দিয়েছেন। তদন্তে নাকি সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন। কিন্তু বিশেষ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে যে, যে সমস্ত তথ্য চাওয়া হয়েছিল, তার বেশ কিছু তথ্য এখনও পর্যন্ত এসেই পৌঁছয়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে।

আর এতেই অনেকে বলছেন যে, এবার ইডি হয়তো হাত খুলে খেলতে শুরু করেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ঠিক মত কাজ করছে না, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, এই অভিযোগ যারা করছিলেন, তাদের হয়তো এবার মুখ বন্ধ হয়ে যাবে। কারণ নুসরাত জাহানকে দীর্ঘক্ষণ জেরা করার পর এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে, তাকে আর ডাকাই হবে না। অনেকেই এই কথা বলতে শুরু করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তার দেওয়া নথিতে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সন্তুষ্ট নয়, তা সামনে চলে এলো। ফলে একটা জিনিস আরও বেশি জোরালো হয়ে উঠতে শুরু করেছে, তাহলে কি আবার তলবের মুখে পড়বেন নুসরাত জাহান?

তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে, সব সময় কেন্দ্রীয় এজেন্সি দিয়ে প্রতিহিংসা পরায়ণ আচরণ করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু বিপক্ষ শিবির পাল্টা এক্ষেত্রে যুক্তি দিয়েছে। তাদের দাবি, যখন ঘন্টার পর ঘন্টা জেরা করে ছেড়ে দেওয়া হয়, তখন তৃণমূল বলে, কোনো দোষ খুঁজে পাওয়া যায়নি। কিন্তু যখন তদন্তের কারণে বারবার করে ডাকা হয়, তখন তাদের মুখে শোনা যায় প্রতিহিংসা পরায়ন আচরণের কথা। দুর্নীতি করে এখানে কেউ রেহাই পাবে না। তাই ফ্ল্যাট প্রতারণা মামলায় সমস্ত নথি না দেওয়ার কারণে আবার সেই নথি তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ফলে আগামী দিনে তৃণমূল সাংসদের যে ঘাম ছুটতে চলেছে, তাতে কার্যত নিশ্চিত বিশেষজ্ঞরা।

পর্যবেক্ষকদের মতে, ইডির এই নথি তলবের মধ্যে দিয়ে আর একটা বিষয়ও মনে করা হচ্ছে যে, জেরা পর্বে হয়তো খুব একটা সন্তুষ্ট নয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই কারণে প্রথমে তারা নথি তলব করেছে। পরবর্তীতে তারা আরও বড় কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে। বস্তুত, বারবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও দাবি করেছেন যে, নুসরাত জাহান যে টাকা নিয়েছেন, তা তিনি স্বীকার করেছেন। পরবর্তীতে সেই টাকা তিনি ফেরত দিয়েছেন, সে কথাও বলেছেন। কিন্তু এভাবে মানুষের টাকা নেওয়া যায় না। তাই তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা উচিত। স্বাভাবিক ভাবেই সমস্ত তথ্য-নথি ঘেঁটে এবার সত্য অনুসন্ধান করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পদক্ষেপ নিয়ে আশায় বুক পাচ্ছেন প্রতারিত জনসাধারণ। অন্যদিকে দীর্ঘ জেরার পর আবার এই নথি তলবে ইডির পরবর্তী পদক্ষেপ রীতিমতো চাপ বাড়াচ্ছে তৃণমূল সাংসদের মনেও। দিনের শেষে তেমনটাই দাবি রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!