এখন পড়ছেন
হোম > রাজ্য > জোট নিয়ে বিজেপির শক্তি বাড়া নিয়ে অধীরের দাবির পাল্টা দিলেন সায়ন্তন বসু

জোট নিয়ে বিজেপির শক্তি বাড়া নিয়ে অধীরের দাবির পাল্টা দিলেন সায়ন্তন বসু

বিজেপির কাছে কংগ্রেস-সিপিএম জোটের কোনো মূল্য নেই বলে জানিয়ে দিলেন বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসু।এদিন অধীরবাবুর জোট ভাঙা নিয়ে বিজেপির শক্তি বৃদ্ধি হবে সেই বক্তব্যের পাল্টা দিলেন সায়ান্তনবাবু।
প্রসঙ্গত,সোমবার বিকালে মুর্শিদাবাদের বহরমপুরের কংগ্রেস জেলা কার্যালয় থেকে দলীয় নেতাদের উদ্যেশে অধীর চৌধুরী জানান ,রাজ্যের মানুষের কাছে কংগ্রেস-সিপিএম জোট হলো এক বিকল্প।আর তাই এই জোটের গুরুত্ব রাজনৈতিক ক্ষেত্রে অনেকটাই।এই জোটশক্তিকে আঘাত করবার জন্যই বিজেপির পক্ষ থেকে গ্রহণ করা হচ্ছে নয়া কৌশল।তারা বাড়াচ্ছে তাদের বাহিনী।উল্টোদিকে এই সকল অভিযোগকেই নাকচ করে বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বাবু এদিন জানান,”আমাদের কাছে জোটের কোনও মূল্য নেই। জোট হল কী না হল, সেটা বড় ব্যাপার নয়।”একই সঙ্গে তিনি বললেন,রাজ্যের মানুষের কাছে বিজেপি হল এক আশা যা কংগ্রেস-সিপিএম জোট থাকলেও থাকবে আর না থাকলেও থাকবে।আর এই আশায় বাড়াবে বিজেপির শক্তি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!