সরকারি ও বেসরকারি চাকুরিজীবিদের জন্য সুখবর দিতে চলেছেন মোদী জাতীয় বিশেষ খবর January 23, 2018 সরকারি ওবেসরকারি চাকুরিজীবিদের জন্য সুখবর দিতে চলেছেন মোদী আর খুব শীঘ্রই সেই খবর দিতে চলেছে এমপ্লইজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন(ইপিএফও) । কয়েক দিন ধরে পিএফ কমানোর যে জল্পনা চলছিল তা শেষ হতে চলেছে চলতি বছরে পিএফএসুদের হার কমার সম্ভবনা নেই বলেইদাবী সংস্থার। এবং সুদের হার একই রাখতে সেয়ার বেচবে সংস্থা। সংস্থা সুত্রে খবে গত ২০১৩-২০১৪ ও ২০১৪-২০১৫ এই আর্থিক বাছরে সুদের হারে কোনওপরিবর্তন হয়নি তখন সুদের হার ছিল ৭.৭৫ শতাংশ। পরেরবছর যা বেড়ে হয়েছিল ৮.৮ শতাংস কিন্তু শেষ আর্থিক বছরে সেই হার প্রায় ০.১৫ শতাংশ কমেগিয়ে হয় ৭.৬৫ শতাংশ। যা নিয়ে বেশ উদ্বিগ্ন চাকুরিজীবিরা। সংস্থা তরফে বলা হয়েছে চলতি আর্থিক বর্ষে এইহার যাতে না কমে তাই প্রায় ২০০০ কোটি টাকার শেয়ার বেচবে ইপিএফও এবং এর ফলে লাভ হবে প্রায় ৮৫০কোটি টাকা। এবং এর সাহায্যই এই সিদ্ধান্তে এসেছে এপিএফও। আপনার মতামত জানান -