এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ভোটের মুখে রাজ্যে থাবা বাড়ছে সংক্রমনের, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু

ভোটের মুখে রাজ্যে থাবা বাড়ছে সংক্রমনের, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। একাধিক রাজ্যে উদ্বেগজনক ভাবে বাড়ছে সংক্রমণ। ভোটমুখী বঙ্গেও করোনার সংক্রমণ বাড়ছে তীব্রভাবে। দিনে দিনে বাড়ছে সংক্রমণ। কিছুদিনের মধ্যেই যা দ্বিগুণ হয়ে যাচ্ছে। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হলেন ২৭৮৩ জন। উদ্বেগজনক ভাবে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে রাজ্যের মোট ৭ জনের।

রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৭৮৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে মোট ৭ জনের। জেলার মধ্যে কলকাতার পরিস্থিতি সবথেকে আশঙ্কাজনক। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৭১৬ জন, উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৯৫ জন, দক্ষিণ ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছেন ২২১ জন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্যে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ব্যক্তির সংখ্যা ১৬ হাজার অতিক্রম করে গেছে। অন্যদিকে, রাজ্যে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ১০০০০ অতিক্রম করে গেছে। সম্প্রতি, করোনা মোকাবিলায় বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছিল। যদিও এই বৈঠকে উপস্থিত ছিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবর্তে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকার কারণে বৈঠক এড়িয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। এই বৈঠকে টিকাকারণের পাশাপাশি, করোনা বিষয়ে তথা স্বাস্থ্যবিধি বিষয়ে প্রধানমন্ত্রী সচেতন করে দিয়েছেন দেশবাসীকে। প্রসঙ্গত, রাজ্যবাসীর একাংশের অসচেতনতা, মাস্ক পরিধান, স্যানিটাইজার ব্যবহারের অনীহা, সেইসঙ্গে নির্বাচনের কারণে বিপুল জমায়েত থেকে সংক্রমণ ব্যাপকহারে বৃদ্ধির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সম্প্রতি, সরকারি দপ্তরের উপস্থিতি কমিয়ে ৫০% করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যে সমস্ত জেলায় ভোট শেষ হয়ে গেছে, সেখানে সংক্রমণ রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন। হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে, উপসর্গ থাকলে কোন ভাবেই প্রবেশ করা যাবেনা আদালতে। আগামী, ৪৮ ঘণ্টার মধ্যে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে করোনা মোকাবিলায় চূড়ান্ত প্রস্তুতি নিতে নির্দেশ দেয়া হয়েছে। সমস্ত জেলাতে করোনা টেস্ট বৃদ্ধির নির্দেশ দেয়া হয়েছে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!