এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > নেত্রীর মন্তব্যে আহত, দল ছেড়ে নতুন দল ঘোষণা হেভিওয়েটের, খেলা জমলো কি?

নেত্রীর মন্তব্যে আহত, দল ছেড়ে নতুন দল ঘোষণা হেভিওয়েটের, খেলা জমলো কি?


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পাঞ্জাবে বিধানসভা নির্বাচনের কয়েকমাস আগেই আজ বড়সড় ধাক্কা খেলো কংগ্রেস শিবির। দলের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ত্যাগ করলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। দলের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। সেই সঙ্গে তিনি একের পর এক অভিযোগ করেছেন দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে।পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে।

যেখানে একযোগে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী,নভজ্যোত সিং সিধু, হরিশ রাওয়াতকে কঠোর ভাষায় আক্রমণ করেছেন তিনি। তিনি জানিয়েছেন, তাঁকে ও তাঁর সরকারকে কটুক্তি করার জন্য নভজ্যোত সিং সিধুকে সকলেই চেনেন। আর তাঁকে এ কাজে সম্পূর্ণ মদত দিয়েছেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী। আর হরিশ রাওয়াত এর মতো একজন দু’মুখো মানুষ তাকে সাহায্য করেছেন। কিন্তু তখন চোখ বন্ধ করে নিজের ভূমিকা পালন করেছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এভাবে দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বড়োসড়ো বোমা ফাটালেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে  নিজের দলের নামও ঘোষণা করেছেন তিনি। তাঁর দলের নাম রেখেছেন পাঞ্জাব লোক কংগ্রেস। এভাবে বিধানসভা নির্বাচনের আগে পাঞ্জাবে বড়সড় ধাক্কা খেলো হাত শিবির। এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ইতিপূর্বেই জানিয়েছেন যে, প্রয়োজন হলে বিজেপির সঙ্গে জোট করতেও ইচ্ছুক রয়েছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!