এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আর “চাপ” রাখতে না পেরে অবশেষে পদ ছাড়তে চলেছেন হেভিওয়েট তৃণমূল নেতা! জানুন বিস্তারিত

আর “চাপ” রাখতে না পেরে অবশেষে পদ ছাড়তে চলেছেন হেভিওয়েট তৃণমূল নেতা! জানুন বিস্তারিত

 

অনেকদিন ধরেই দোদুল্যমান পরিস্থিতি চলছে রঘুনাথপুর পৌরসভায়। শাসক দলের অভ্যন্তরীণ কোন্দল চরম পর্যায়ে পৌঁছে গেছে এখানে। যার কারণে খোদ দলের চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনতে দেখা যায় তৃণমূলের 7 কাউন্সিলরকে। তবে এই সমস্যার সমাধান করতে প্রথম থেকেই তৎপর ছিল তৃণমূলের রাজ্য নেতৃত্ব।

আর এবার নিজেই চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করলেন পুরুলিয়ার রঘুনাথপুর পৌরসভার তৃণমূলের চেয়ারম্যান ভবেশ চট্টোপাধ্যায়। যা নিয়ে জোর চাঞ্চল্য শুরু হয়েছে জেলা রাজনীতিতে। বস্তুত, গত 25 অক্টোবর এই রঘুনাথপুর পৌরসভার তৃণমূলের চেয়ারম্যান ভবেশ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূলের 7 জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব আনেন। যার পড়ি সেই সমস্যা মেটাতে ময়দানে নামেন জেলা এবং রাজ্য তৃণমূল নেতৃত্ব।

তড়িঘড়ি গত 26 অক্টোবর জেলার পর্যবেক্ষক তথা মন্ত্রী মলয় ঘটক, জেলা তৃণমূল সভাপতি তথা মন্ত্রী শান্তিরাম মাহাতো পুরসভার চেয়ারম্যান এবং 7 বিক্ষুব্ধ কাউন্সিলরকে নিয়ে একটি রুদ্ধদ্বার বৈঠক সারেন। জানা যায়, এই বৈঠকেই সেই বিক্ষুব্ধ কাউন্সিলররা দলের নেতৃত্বকে জানিয়ে দেন যে, তারা তাদের অনাস্থা প্রস্তাব খারিজ করে নেবেন, যদি চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান।

আর এরপরই আগামী 31 অক্টোবর কলকাতায় এই ব্যাপারে বৈঠক করা হবে বলে তৃণমূলের তরফে জানানো হয়। তবে সেই বৈঠক গত পয়লা নভেম্বর অনুষ্ঠিত হয়। বিশেষ সূত্রের খবর, কলকাতায় অনুষ্ঠিত হওয়া সেই বৈঠকে চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে সরব হয়েছেন তৃণমূলের সাতজন বিক্ষুব্ধ কাউন্সিলর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি তারা পূর্বের দাবি মত চেয়ারম্যানকে তার পদ থেকে সরানোরও আর্জি জানান। আর এরপরই রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান ভবেশ চট্টোপাধ্যায়কে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। কি হলো বৈঠকে এদিন এই প্রসঙ্গে 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মনোজিৎ কর্মকার বলেন, “7 জন কাউন্সিলর তাদের অভিযোগের বিষয়গুলো রাজ্য নেতৃত্বকে জানিয়েছেন। যা হওয়ার বুধবার হবে। বেশি কিছু বলতে পারব না।” কিন্তু সত্যিই কি তিনি তাহলে চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াচ্ছেন!

এদিন এই প্রসঙ্গে ভবেশ চট্টোপাধ্যায় বলেন, “আমি আগেও বলেছি, এখনও বলছি, দল যা সিদ্ধান্ত নেবে, মাথা পেতে নেব। 25 অক্টোবরই চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি চেয়ে দলকে লিখিত দিয়েছিলাম। আগামী বুধবার মহকুমা শাসকের কাছে পদত্যাগপত্র জমা দেব। দল যা ভালো মনে করবে, তাতে সব রকম সমর্থন জানাব।”

এদিকে এই প্রসঙ্গে যা সিদ্ধান্ত নেওয়ার রাজ্য নেতৃত্ব নেবে বলে জানিয়ে দেন পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি তথা মন্ত্রী শান্তিরাম মাহাতো। কিন্তু যদি ভবেশ চট্টোপাধ্যায় রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান পদ থেকে সরে যান, তাহলে কাকে বসানো হবে পরবর্তী চেয়ারম্যান পদে! এখন তা নিয়েই শুরু হয়েছে জল্পনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!