এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলকে কিছুতেই জমি ছাড়া যাবে না! পুরভোটের পুরো প্রস্তুতি শুরু করে দিল গেরুয়া শিবির!

তৃণমূলকে কিছুতেই জমি ছাড়া যাবে না! পুরভোটের পুরো প্রস্তুতি শুরু করে দিল গেরুয়া শিবির!

 

লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে শাসকদলের ভোটব্যাংকে থাবা বসিয়ে 7 টি আসন নিজেদের দখলে নিয়েছিল গেরুয়া শিবির। আর লোকসভায় সাফল্য পাওয়ার পরই বিজেপি নেতৃত্ব পরবর্তী নির্বাচনগুলিতে সাফল্য পাওয়ার ব্যাপারে দলের নেতাকর্মীদের জোর দিতে বলেছেন।

আর তাইতো এবার বিন্দুমাত্র সময় নষ্ট না করে পৌরসভা নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করে দিল আলিপুরদুয়ার জেলা বিজেপি। লোকসভার মতো আলিপুরদুয়ার পৌরসভা নিজেদের দখলে আনতে মরিয়া হয়ে উঠেছে তারা। বস্তুত, গত 2013 সালে আলিপুরদুয়ার পৌরসভার 20 টি ওয়ার্ডের মধ্যে বামফ্রন্ট 8, কংগ্রেস 6 এবং তৃণমূল 6 টি আসন পায়।

পরবর্তীতে কংগ্রেসের 6 জন কাউন্সিলর অনুপস্থিত থাকলে এখানকার বোর্ড দখল করে বামেরা। তবে এর কিছুদিন যেতে না যেতেই গত 2014 সালে কংগ্রেসের 6 জন কাউন্সিলরকে নিজেদের দিকে নিয়ে এসে তৃণমূল এই আলিপুরদুয়ার পৌরসভায় বোর্ড গঠন করতে সক্ষম হয়।

কিন্তু গত বছরের 21 অক্টোবর এই পৌরসভার মেয়াদ শেষ হওয়ার পরের দিনই রাজ্য সরকারের পক্ষ থেকে এখানে প্রশাসক বসিয়ে দেওয়া হয়। যা নিয়ে বিরোধীদের পক্ষ থেকে ব্যাপক প্রশ্ন তোলা হয়। পৌরসভা নির্বাচন না করেই কেন সরকার এখানে প্রশাসক বসাচ্ছে, তা নিয়ে সরব হয় বিরোধীদের একাংশ।

তবে সামনেই পৌরসভা নির্বাচন হতে পারে, এই ভাবনাকে মাথায় নিয়ে এবার আলিপুরদুয়ার পৌরসভা দখল করতে ঘর সাজাতে শুরু করল বিজেপি।সূত্রের খবর, গত বোর্ডে তাদের একজন কাউন্সিলর না থাকলেও তলায় তলায় এবার পুর নির্বাচনের প্রস্তুতি হিসেবে প্রতিটি ওয়ার্ডে প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করে দিয়েছে গেরুয়া শিবির।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি তৃণমূলের তরফে এনআরসি বিরোধী প্রচার করে বিজেপির হাওয়া কাড়ার চেষ্টা হলেও, তা নিয়ে পাল্টা এনআরসির স্বপক্ষে মানুষকে বোঝানোর জন্য দুয়ারে দুয়ারে যাওয়ার পরিকল্পনা নিচ্ছে পদ্ম শিবিরের নেতারা। এদিন পুর নির্বাচনের প্রস্তুতি হিসেবে আলিপুরদুয়ার বিজেপির নগর মন্ডলের সভাপতি অমিতাভ গঙ্গোপাধ্যায় বলেন, “প্রতিটি ওয়ার্ড থেকে পুরভোটের প্রার্থী হিসেবে 4-5 জনের নাম পাঠানোর নির্দেশ এসেছে জেলা কমিটি থেকে। সেই নাম বাছাইয়ের কাজ শুরু হয়েছে।”

তাহলে কি তারা পুরসভা নির্বাচনের দামামা না বাজলেও তার প্রস্তুতি শুরু করে দিলেন! এদিন এই প্রসঙ্গে আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, “পুরভোটে হার নিশ্চিত জেনেই রাজ্য সরকার এখানে ভোট করাতে চাইছে না। আর সেই কারণেই মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর প্রশাসককে দিয়ে আলিপুরদুয়ার পৌরসভা চালানো হচ্ছে। উৎসব শেষ, এবার ভোট করতেই হবে। আমরা পুরভোটের প্রাথমিক প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করে দিয়েছি।”

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, লোকসভা নির্বাচনের পর আত্মবিশ্বাসে যাতে নেতাকর্মীরা না ভোগেন, তার কারণেই এবার পৌরসভা দখল করতে আগাম প্রস্তুতি শুরু করে দিল বিজেপি। কিন্তু শেষ পর্যন্ত এত আগে থেকে বিজেপি আলিপুরদুয়ার পৌরসভা দখলের জন্য প্রস্তুতি নিলেও তাতে তারা সাফল্য পান কিনা, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!