এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার পুজোর আগেই একবার বাংলা সফরে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

এবার পুজোর আগেই একবার বাংলা সফরে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে পদ্ম ফুল ফোটাতে বদ্ধ পরিকর রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। গৈরিক বাংলার স্বপ্ন বিজেপির দীর্ঘকালের। গতকাল বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে এক বিশেষ বৈঠক হয়েছিল বিজেপি রাজ্য নেতৃত্বের। যে বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা, সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রমুখরা।

গতকালের এই বিশেষ বৈঠকের পর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কয়েক বছর ধরেই পশ্চিম বাংলার রাজ্য বিজেপি সংগঠনকে দেখভাল করছেন। কিন্তু সম্প্রতি তিনি তিনি অসুস্থ থাকায় এ বিষয়ে তাঁর সঙ্গে কোনো আলোচনা করা সম্ভব হয় নি। তবে সম্প্রতি তিনি সুস্থ হয়ে উঠায়, তাঁকে পশ্চিমবঙ্গে বিজেপির সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে অবগত করেছেন তিনি। এ প্রসঙ্গে তিনি আরও জানালেন যে, আগামী বিধানসভা নির্বাচনের বিষয়ে তাঁকে বেশ কিছু নির্দেশও দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এর সঙ্গেই রাজ্য সভাপতি জানালেন যে, চলতি মাসেই পুজোর আগেই পশ্চিমবঙ্গ সফরে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সঙ্গে রাজ্যে আসার সম্ভাবনা আছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডার।

এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি জানালেন যে, ” এর আগে দিল্লি ও কলকাতায় সাংগঠনিক বৈঠক হয়েছিল। তার নির্যাস আমরা কেন্দ্রীয় নেতৃত্বের সামনে রাখলাম। সংগঠনের ধাঁচা তৈরি হচ্ছে। তাই পুজোর আগে হাওয়া তোলার জন্য কিছু কর্মসূচি নেওয়া হবে। তারপর পুজোর পর ফের নির্বাচন কেন্দ্রিক আন্দোলন, সংগঠন গড়ে তোলার কাজ চলবে।”

প্রসঙ্গত, সর্বভারতীয় সভাপতি থাকাকালীন পশ্চিমবঙ্গ কে ‘প্রায়োরিটি স্টেট’ এর তালিকাভুক্ত করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আবার, পশ্চিমবঙ্গে বিজেপির সাংগঠনিক দায়িত্বে কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, শিবপ্রকাশ এর মতো কেন্দ্রীয় নেতৃত্ব থাকলেও পশ্চিমবঙ্গের নির্বাচনের বিষয়টি মূলত অমিত শাহের নেতৃত্বাধীন বলে বিজেপি সূত্রের খবর। গত ২০১৯ এর লোকসভা নির্বাচন প্রসঙ্গে একাধিকার অমিত শাহ বলেছিলেন,
” বাংলার নেতাদের ভিতর এই আত্মবিশ্বাস তৈরি করেছিলাম যে লোকসভায় ৫০ শতাংশ আসন জিততে পারি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর গত বছরের লোকসভা নির্বাচনে ১৮ টি আসন লাভ করে পশ্চিমবঙ্গের বিরাট অভ্যুত্থান ঘটে বিজেপির। গত বছরের লোকসভা ভোটে বিজেপির এই অভ্যুত্থানকে তৎকালীন সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহের একটি বিরাট সাফল্য হিসেবে ধরা হয়ে থাকে। কারণ, ইতিপূর্বে লোকসভা নির্বাচনে দমদম কেন্দ্র থেকে বিজেপি নেতা তপন শিকদার, কৃষ্ণনগর কেন্দ্র থেকে জুলু মুখোপাধ্যায় সাংসদ হয়েছিলেন ঠিকই, কিন্তু সে সময়ে বিজেপির এতটা শক্তিশালী জনভিত্তি ছিল না, সম্প্রতি যা এসেছে। বস্তুত গত লোকসভা ভোটে এ রাজ্যে বিজেপির অভাবনীয় উথ্থান পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে।

গতকালের এই বৈঠকে ৪ ঘন্টা যাবৎ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন সরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। করোনা মুক্ত হবার পরও, কিছু শারীরিক অসুস্থতার কারণে তাঁকে দুবার ভর্তি হতে হয়েছিল দিল্লির এইমস হাসপাতালে। তবে সম্প্রতি সমস্ত অসুস্থতা কাটিয়ে তিনি রাজনৈতিক জগতে পুনরায় বিচরণ শুরু করেছেন। এইজন্যই পুজোর আগে তাঁকে রাজ্যে আনার বিশেষ পরিকল্পনা রয়েছে বিজেপির।

আবার, গত লোকসভা ভোটে উত্তরবঙ্গে শাসকদল তৃণমূল কে একেবারে সম্পূর্ণ বিধ্বস্ত করে দিয়েছিল রাজ্য বিজেপি। আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনে আশাব্যঞ্জক এই ফলাফলকে ধরে রাখতে বিশেষ উদ্যোগ বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পুজোর আগেই উত্তরবঙ্গে এনে সভা করাবার এক বিরাট সম্ভাবনা রয়েছে।

তবে, আগামী বিধানসভা ভোটে বিজেপির সাফল্য সম্পর্কে শাসকদল তৃণমূলের মতামত, বাইরে থেকে নেতা ভাড়া করে আনলেও আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি সাফল্য লাভ করতে পারবে না। তৃণমূলের দাবি, গত লোকসভা ভোটে বিজেপিকে যারা বিশ্বাস করে তাদেরকে ভোট দান করেছিলেন, তারাও বুঝতে পেরেছেন যে বিজেপি কতটা ভয়ানক। এ কারণেই তারা তাদের মত পরিবর্তন করবেন বলে দাবি শাসক দলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!