এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবহাওয়া > বাংলা জুড়ে হেমন্তের পরিবেশ !এক লাফে অনেকটাই নীম্নমুখী তাপমাত্রা ! কবে থকে পড়তে চলেছে জাঁকীয়ে শীত ?

বাংলা জুড়ে হেমন্তের পরিবেশ !এক লাফে অনেকটাই নীম্নমুখী তাপমাত্রা ! কবে থকে পড়তে চলেছে জাঁকীয়ে শীত ?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –    সারা বাংলা জুড়ে তৈরী হয়েছে হেমন্তের পরিবেশ সকালের দিকে  শীতের আমেজ বাড়ছে , সঙ্গে রাতেও শীতের আমেজ থাকছে ।  বাংলায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ২০ ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে গিয়েছে।পাশাপাশি পাহাড়ে ৯ ডিগ্রির নিচে নামল তাপমাত্রা । চলতি সপ্তাহান্তে বাড়বে শীতের আমেজ ।  আগামী কয়েকদিন একই রকম আবহাওয়া থাকবে এই মুহূর্তে বঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।  রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে থাকায় হালকা শীতের আমেজ রয়েছে।

খুব সকালের দিকে কোথাও কোথাও সামান্য কুয়াশা থাকবে সেই সাথে রাতে ও সকালের দিকে হালকা শীতের আমেজ থাকবে। পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বেশি অনুভূত হবে। এরকম পরিস্থিতি চলবে আগামী এক সপ্তাহ এমনটাই জানা গেছে  আবহাওয়া দফতর থেকে । কলকাতায় মূলত পরিষ্কার আকাশ।  আজ, বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গতকাল, মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৬ থেকে ৯০ শতাংশ। বৃষ্টি হয়নি কলকাতায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!