এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “লজ্জার মাথা খেয়েছে নির্বাচন কমিশন” ভোটের মুখে ফের বিড়ম্বনা বাড়ালেন শুভেন্দু!

“লজ্জার মাথা খেয়েছে নির্বাচন কমিশন” ভোটের মুখে ফের বিড়ম্বনা বাড়ালেন শুভেন্দু!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করানোর পক্ষে সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধীরা। কিন্তু আশ্চর্যজনকভাবে বিরোধীদের পক্ষ থেকে যখন কেন্দ্রীয় বাহিনীর আবেদন করা হয়েছে, তখন বারবার তার বিরুদ্ধে কখনও হাইকোর্ট, আবার কখনও সুপ্রিমকোর্টে গিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। আর কমিশনের এই দৃষ্টিভঙ্গি নিয়েই বারবার প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার আবারও সেই ব্যাপারে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। তার অভিযোগ, লজ্জার মাথা খেয়ে বসে রয়েছে এই নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, এদিন একটি পদযাত্রায় অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে নির্বাচন কমিশনকে কেন্দ্রীয় বাহিনী ইস্যুতে আক্রমণ করেন তিনি। এদিন এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “এই নির্বাচন কমিশন লজ্জার মাথা খেয়ে বসে রয়েছে। তা না হলে কেউ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় না। যখন সবাই নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী চায়, তখন সবকিছুর বিরুদ্ধে সেই কেন্দ্রীয় বাহিনী যাতে না আসে, তার জন্য চেষ্টা করেছে নির্বাচন কমিশন।”

একাংশের মতে, এই বক্তব্যের মধ্যে দিয়ে নির্বাচন কমিশনকে আরও একবার কথা শুনিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। বুঝিয়ে দিলেন, এই নির্বাচন কমিশন সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে চায় না। সকলেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে যাতে সুষ্ঠুভাবে নির্বাচন হয়, তার পক্ষে মতামত দিচ্ছেন। আর সেই সময় সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধীদের বিপক্ষে গিয়ে কেন্দ্রীয় বাহিনী যাতে না আসে, তার জন্য যে চেষ্টা নির্বাচন কমিশন করেছে, তাতে কমিশনের ভূমিকা যে প্রশ্নের মুখে, তা স্পষ্ট করে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!