এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হাজিরা না দিলেই বিপদ! আশঙ্কা বুঝেই ইডি দফতরে সায়নী!

হাজিরা না দিলেই বিপদ! আশঙ্কা বুঝেই ইডি দফতরে সায়নী!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-সম্প্রতি তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষকে হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছিল ইডি। কিন্তু তারপর থেকেই আর এই তৃণমূল নেত্রীর খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্বভাবতই তিনি আজ ইডির যাকে সাড়া দেবেন কিনা, তা নিয়ে তৈরি হয়েছিল প্রশ্ন। অনেকে আবার বলতে শুরু করেছিলেন, যদি সায়নী ঘোষ আজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাকে সাড়া না দেন, তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হতে পারে। আর এই সমস্ত জল্পনার মাঝেই নির্ধারিত সময়ের মধ্যেই সিজিও কমপ্লেক্সে পৌঁছে গেলেন সায়নী ঘোষ।

সূত্রের খবর, কিছুক্ষণ আগেই কলকাতায় ইডির দপ্তর সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছন সায়নী ঘোষ। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ভেতরে প্রবেশ করেন তিনি। জানা গিয়েছে, সায়নী ঘোষের জন্য ইতিমধ্যেই প্রশ্নমালা তৈরি করে রেখেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। মূলত, নিয়োগ দুর্নীতি মামলায় বহিষ্কৃত তৃণমূল নেতা গ্রেপ্তার হওয়া কুন্তল ঘোষের সম্পত্তির সঙ্গে তার কি যোগ রয়েছে, সেই বিষয়েই তাকে জিজ্ঞাসাবাদ করার কথা। এছাড়া আরও অনেক বিষয়ে সায়নী ঘোষের কাছে তথ্য নিতে পারেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তবে প্রথম থেকে যে জল্পনা ছিল যে, সায়নী ঘোষ উপস্থিত হবেন কিনা, অবশেষে সেই জল্পনাকে কাটিয়ে দিয়ে ইডি দপ্তরে পৌঁছে গেলেন এই তৃণমূল নেত্রী।

বিশেষজ্ঞদের মতে, নিয়োগ দুর্নীতি কাণ্ডে যথেষ্ট চাপে রাজ্যে শাসকদল। যারা গ্রেপ্তার হয়েছেন, তাদের কাছ থেকে একাধিক নাম পাওয়া যাচ্ছে। আর তার ভিত্তিতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা একের পর এক হেভিওয়েটকে তলব করতে শুরু করেছেন। তবে পঞ্চায়েত নির্বাচনের মুখে সায়নী ঘোষকে তলব করা নিয়ে তৃণমূলের অনেকেই প্রতিহিংসাপরায়ন রাজনীতির অভিযোগ করতে শুরু করেছিলেন। শেষ পর্যন্ত সায়নীদেবী উপস্থিত হবেন কিনা, সেটাও একটা প্রশ্নের মুখে পড়ে গিয়েছিল। তবে অবশেষে তদন্তকারী সংস্থার মুখোমুখি হওয়ার জন্য সিজিও কমপ্লেক্সে পৌঁছে গেলেন তৃণমূল নেত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!