শুভেন্দুর সভার আগেই বড় বিপদ! তুঙ্গে উত্তেজনা! বিজেপি রাজনীতি রাজ্য January 19, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে যেখানে যেখানে শুভেন্দু অধিকারী সভা করছেন, ঠিক সেখানেই তৃণমূলের পক্ষ থেকে আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ করেছে ভারতীয় জনতা পার্টি। আর এবার হেঁড়িয়াতে শুভেন্দু অধিকারী সভার আগেই উত্তেজনা ছড়িয়ে পড়ল খেজুরি এলাকায়। যেখানে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে। প্রসঙ্গত উল্লেখ্য, এদিন বিজেপির পক্ষ থেকে বাইক মিছিলের আয়োজন করা হয়েছিল। আর সেখানেই তৃণমূলের পক্ষ থেকে হামলা করা হয় বলে অভিযোগ করেছে ভারতীয় জনতা পার্টি। তবে শুধু মিছিলে হামলা করা নয়, দলীয় কর্মীদের উদ্দেশ্য ইট ছোড়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে। বলা বাহুল্য, এর আগে নন্দীগ্রাম এবং গতকাল রাসবিহারীতে বিজেপির সভার আগে এই রকম ঘটনা ঘটেছিল। যে ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল পরিকল্পনামাফিক তাদের সভা ভন্ডুল করতে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ করেছিল ভারতীয় জনতা পার্টি। আর এবার হেঁড়িয়াতে শুভেন্দু অধিকারীর সভার আগে যেভাবে খেজুরি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ল, তাতে নতুন করে রাজনৈতিক তরজা সৃষ্টি হয়েছে। বিজেপির পক্ষ থেকে এই ঘটনায় মুল অভিযোগের আঙুল তোলা হয়েছে তৃণমূল কংগ্রেসের দিকে। যদিও বা তৃণমূলের পক্ষ থেকে তা সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়েছে। এদিন এই প্রসঙ্গে দলীয় কর্মীদের উপর হামলার ব্যাপারে তৃণমূলের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - তিনি বলেন, “প্রত্যেক দিন এভাবে বিজেপির মিটিং, মিছিলের ওপর তৃণমূলের গুন্ডা বাহিনী হামলা চালাচ্ছে। এভাবে কি গণতন্ত্রকে আটকানো যায়! মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস কাকে ভয় পাচ্ছে! খেজুরি সহ বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের ওপর আক্রমণ প্রমাণ করে যে, তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে। রাজ্যে আইন-শৃঙ্খলা এখন শাসক দলের হাতে। গোটা রাজ্য জঙ্গলরাজে পরিণত হয়েছে।” তবে বিজেপির পক্ষ থেকে এই রকম অভিযোগ করা হলেও তাকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। এদিন এই প্রসঙ্গে তৃণমূলের পক্ষ থেকে রাজ্যের মন্ত্রী তাপস রায় বলেন, “সারা ভারতে গত 15-16 বছর ধরে একটা অস্থিরতা তৈরি করেছে। এবার বাংলাতে অস্থিরতা তৈরি করছে। অশান্তি তৈরি করছে বিজেপি। সেইসঙ্গে এখন যারা বিজেপিতে যাচ্ছেন, তারাও আছেন। ওরা দেখানো বোঝানোর চেষ্টা করছে, আমরা করছি। কিন্তু প্ররোচনা দিচ্ছে ওরা। কোনোভাবেই এই হামলার সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িত নয়। বিজেপি নিজেরাই নিজেদের ওপর হামলা চালিয়ে ইস্যু করছে। এটা ওদের পরিকল্পনা।” তবে যে যাই বলুন না কেন, একের পর এক যেভাবে সভা-সমিতিগুলোতে হামলা শুরু হয়েছে এবং অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে, তাতে শাসকদলের চাপ ক্রমশ বাড়ছে। আর শুভেন্দু অধিকারীর হেড়িয়ার সভার আগে খেজুরিতে উত্তেজনা রীতিমত চাঞ্চল্য বাড়িয়ে দিল এলাকা জুড়ে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -