এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > রামনবমীর রশিদ ছাপিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তোলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

রামনবমীর রশিদ ছাপিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তোলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে


জামবনির সদর গিধনি এলাকায় যুব তৃণমূলের কিছু কর্মী ‘টিএমওয়াইসি’ (তৃণমূল ইয়ুথ কংগ্রেস) ছাপানো রসিদের সাহায্যে রামনবমীর ও পুজো ও মিছিল উপলক্ষ্যে চাঁদা তুলছে অভিযোগ উঠলো। স্থানীয় লোকজনের সাথে বিবাদ করতে ইচ্ছুক নয় বলেই ব্যবসায়ীরা নির্বিবাদে চাহিদামতো টাকা দিতে বাধ্য হচ্ছেন। গিধনির এক পান গুমটির মালিক অভিযোগ করে জানালেন , “সামান্য দোকান চালাই। কিন্তু শাসক দলের ছেলেরা একশো টাকা রামনবমীর চাঁদা নিয়ে গিয়েছে । ভয়ে টাকা দিতে হয়েছে।” যদিও এই চাঁদা তোলার বিষয়ে অপরাধের কিছুই দেখছেন না গিধনি অঞ্চল যুব তৃণমূলের কার্যকরী সভাপতি রাজু মাণ্ডি। রাজু মান্ডি এদিন বললেন, “রাম নবমীর দিন স্থানীয় যুব তৃণমূলের কার্যালয়ে রামের পুজো হবে। বাইক নিয়ে মহা মিছিল হবে। র‌্যালিতে কয়েকশো বাইক থাকবে। এ সবের খরচ রয়েছে। এ জন্য স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে আর্থিক সাহায্য চাওয়া হচ্ছে। যে যেমন পারছেন সাহায্য করছেন। আমরা কাউকেই জোর করছি না।”

এ বিষয়ে ঝাড়গ্রাম জেলা যুব তৃণমূলের সভাপতি দেবনাথ হাঁসদা জানালেন , “চাঁদা মোটেই তোলা হচ্ছে না। এ রকম হওয়ার কথাও নয়। দলের তহবিল থেকেই রামনবমীর কর্মসূচি হচ্ছে। রবিবার রামনবমীর দিনে গোটা ব্লক জুড়ে হাজার-বারোশো মোটরবাইক নিয়ে বাইকের মহামিছিল হবে।” এদিকে দলের বা দলীয় সংগঠনের নাম ব্যবহার করে কোনও রসিদ ছাপানো যাবে না বলেও জানিয়ে ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি বললেন, “দলের উদ্যোগে কোনও পুজো হবে না। ব্যক্তিগত উদ্যোগে কেউ পুজো করতে পারে। দলীয় কর্মীরা পুজোয় যোগ দিতে পারেন। তবে দলের উদ্যোগে পুজো হবে না। রামনবমী উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রীর নির্দেশে বিভিন্ন এলাকায় শোভাযাত্রা, বাইক র‌্যালি, পদযাত্রা হবে। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেব।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!