এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “বুদ্ধিজীবীরা কলম ধরতে পারছেন না” গণতন্ত্র আক্রান্ত নিয়ে সোচ্চার সুকান্ত!

“বুদ্ধিজীবীরা কলম ধরতে পারছেন না” গণতন্ত্র আক্রান্ত নিয়ে সোচ্চার সুকান্ত!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য দিকে বিজেপি কর্মীদের বাড়িতে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। অনেক জায়গায় টাকার বিনিময়ে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেওয়ার কথাও বলা হয়েছে বলে অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। আর এই পরিস্থিতিতে দক্ষিণ 24 পরগণায় আক্রান্ত বিজেপি নেতা কর্মীদের নিয়ে রাজভবনে পৌঁছে গেলেন রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। আর তারপরেই বাইরে বেরিয়ে এসে বুদ্ধিজীবীদের আক্রমণ করলেন তিনি। যেখানে গণতন্ত্র প্রহসনে পরিণত হওয়ার পরেও বুদ্ধিজীবীরা কোথায়, তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি।

প্রসঙ্গত, এদিন রাজভবনে আক্রান্ত বিজেপি নেতাকর্মীদের নিয়ে পৌঁছে যান বিজেপির রাজ্য সভাপতি। যেখানে রাজ্যপালের কাছে অভিযোগ জানান তারা। আর তারপরেই বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের কাছে রাজ্যের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন সুকান্ত মজুমদার। যেখানে বুদ্ধিজীবীদের ভূমিকা নিয়ে কটাক্ষ করে বালুরঘাটের বিজেপি সাংসদ বলেন, “আজকে বুদ্ধিজীবীরা কোথায়! তারা আজকে কলম ধরতে পারছেন না, তারা আজকে পথে নামতে পারছেন না। হয়তো এই বেদনা, এই ব্যথা তাদের কান পর্যন্ত পৌঁছচ্ছে না।”

বিশেষজ্ঞদের মতে, বারবার বুদ্ধিজীবীদের ভূমিকা নিয়ে বঙ্গ রাজনীতিতে প্রশ্ন উঠেছে। যেখানে মানুষ বিপদে, সেখানে সমাজের শিক্ষিত বুদ্ধিজীবী মানুষেরা কোথায়, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দল। আর এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পর্বকে কেন্দ্র করে যখন হিংসা অব্যাহত, তখন সেই বিরোধীদের ভূমিকা নিয়ে আরও একবার কটাক্ষ ছুড়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি। তবে সুকান্তবাবুর এই কটাক্ষের পর বুদ্ধিজীবী সমাজের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!