এখন পড়ছেন
হোম > অন্যান্য > ভারতে বন্ধ হয়ে যাবে হোয়াটস্যাপ? সরকারের সাহায্য না পেয়ে কঠোর সিদ্ধান্তের পথে সংস্থা

ভারতে বন্ধ হয়ে যাবে হোয়াটস্যাপ? সরকারের সাহায্য না পেয়ে কঠোর সিদ্ধান্তের পথে সংস্থা


হোয়াটসঅ্যাপ ছাড়া মানুষ যখন এক মুহূর্তও ভাবতে পারে না, তখন সেখানে কানাঘুষো শোনা যাচ্ছে হোয়াটসঅ্যাপ বন্ধের কথা| ভারত সরকারের থেকে কোনো রকম সাহায্য না পাওয়ায় এমনটাই সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে ফেসবুক অধীনস্ত এই হোয়াটসঅ্যাপ|

হোয়াটসঅ্যাপ কতৃপক্ষের অভিযোগ অনুযায়ী, কেন্দ্রীয় সরকার তাদের পেমেন্ট সার্ভিসে কোনো রকম কোনো সাহায্য বা সহযোগিতা করছে না| কিন্তু এই ক্ষেত্রে গুগল বা অনন্য সোশ্যাল মিডিয়া অ্যাপের ক্ষেত্রে তা ঘটছে না বলে দাবি জানাচ্ছে হোয়াটসঅ্যাপ কতৃপক্ষ| আর সেই কারণেই ভারত থেকে ব্যবসা তুলে নেওয়ার করা ভাবছে হোয়াটসঅ্যাপ|

একাধিকবার নানান ভুয়ো খবর ছড়িয়ে পরে এই হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে|  ভুয়ো গণপিটুনির খবরে আতঙ্কিত হন দেশজুড়ে বহু মানুষ| সেই সব ভুয়ো খবর রুখতেই হোয়াটসঅ্যাপ কতৃপক্ষে করা নির্দেশ দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে| ভুয়ো খবর ছড়ানো বন্ধ হলেই শুরু হবে পেমেন্ট সার্ভিস প্রক্রিয়া| কিন্তু হোয়াটসঅ্যাপ কতৃপক্ষের দাবি অনুযায়ী, এভাবে কে প্রথম ভুয়ো খবরটি পাঠাচ্ছে বা পাঠিয়েছিল তা খুঁজে বের করা বেশ কঠিন| তাদের মতে, যদি এমনটাই করতে হয় তাহলে হোয়াটসঅ্যাপের এন ক্রিপশন পলিসিতে প্রযুক্তিগত পরিবর্তন আনতে হবে| কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী রবিশংকর প্রসাদ প্রথমে জানিয়েছিলেন, সরকারের দেওয়া প্রস্তাবে রাজি হয়েছে ফেসবুক অধীনস্ত এই মেজেসিং অ্যাপ। কিন্তু পরে হোয়াটসঅ্যাপ জানিয়ে দেয়, তা কোনওভাবেই সম্ভব নয়।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

সূত্রের খবর অনুযায়ী, ভারত সরকার যদি এভাবে হোয়াটসঅ্যাপের উপর চাপ সৃষ্টি করতে থাকে তাহলে খুব তাড়াতাড়ি এ দেশ থেকে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। যদিও সরকারিভাবে অবশ্য কিছুই জানায়নি হোয়াটসঅ্যাপ|

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!