এখন পড়ছেন
হোম > রাজ্য > আজ টিএমসিসিপির প্রতিষ্ঠা দিবসে দলনেত্রীর বার্তার দিকেই তাকিয়ে তৃণমূলের যুব-বাহিনী

আজ টিএমসিসিপির প্রতিষ্ঠা দিবসে দলনেত্রীর বার্তার দিকেই তাকিয়ে তৃণমূলের যুব-বাহিনী

আর কিছুক্ষনের মধ্যেই মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে তৃনমূল ছাত্র পরিষদের প্রতিষ্টা দিবসের মঞ্চে বক্তব্য রাখবেন তৃনমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  আর দলীয় ছাত্র সংগঠনের এই সভা থেকে আগামী লোকসভার আগে ঠিক কী বার্তা দেন দলনেত্রী সে দিকেই তাকিয়ে সকলে। তবে শুধু লোকসভা ভোটই নয়, বর্তমানে তৃনমূল ছাত্র পরিষদের সভাপতি পদ শূন্য রয়েছে।

কারন, সম্প্রতি রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে তোলাবাজির অভিযোগে জেরবার  শাসকদল তৃনমূল কংগ্রেস দলের ছাত্র পরিষদের সভানেত্রীর পদ থেকে সরিয়ে দেয় জয়া দত্তকে। সেই শাখার দ্বায়িত্ব দেওয়া হয়েছে যুব তৃনমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে। এখন আজকের সভা থেকে সেই দলীয় ছাত্র সংগঠনের ক্ষেত্র কোনো রদবদলের কথা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষনা করেন কি না সেদিকেও তাকিয়ে অনেকে।

প্রসঙ্গত উল্লেখ্য, কদিন আগেই এই মেয়ো রোডেই সভা করে গেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এবার সেই মেয়ো রোডেই দলীয় ছাত্র সংগঠনের সভামঞ্চ থেকে  সাম্প্রদায়িক ইস্যুতে বিজেপিকে ঠেকাতে কেন্দ্রের বিরুদ্ধে কড়া বার্তাও দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে মনে করছে রাজনৈতিক মহলও।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

পাশাপাশি কদিন আগেই রাজ্যের বিনা প্রতিন্দ্বন্দ্বীতায় জয়ী প্রার্থীদের জয়ের বিরুদ্ধে বিরোধী বাম,কংগ্রেস ও বিজেপি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও সেইখানেও জয় হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকাররেরই। এদিকে জেলায় জেলায় বোর্ড গঠনও শুরু হয়েছে। সব মিলিয়ে বর্তমানে একদিকে মোদীকে সরাতে বিরোধী জোট আর অন্যদিকে দলের ছাত্র সংগঠনকে ঢেলে সাজাতে দলনেত্রীর বার্তা পেতে অধীর আগ্রহে অপেক্ষারত শাসকদলের ছাত্র ও যুব বাহিনী।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!