এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অর্জুনের মত ব্যক্তিদের কারনেই বিজেপির পুরনো কর্মীরা বঞ্চিত ! বিস্ফোরক দিলীপ ঘোষ!

অর্জুনের মত ব্যক্তিদের কারনেই বিজেপির পুরনো কর্মীরা বঞ্চিত ! বিস্ফোরক দিলীপ ঘোষ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- 2019 সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিট না পেয়ে ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়ে সাংসদ হয়েছিলেন অর্জুন সিংহ। তারপর বেশ ভালোই চলছিল। কিন্তু এবার সেই অর্জুন সিংহ আবার দল বদল করে তার পুরোনো দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়েছেন। যার ফলে তৃণমূলের অনেকে যেমন আপত্তি জানাতে শুরু করেছেন, ঠিক তেমনই বিজেপির মধ্যেও এই ব্যাপারে তৈরি হয়েছে অসন্তোষ।

বিজেপির অনেকেই বলতে শুরু করেছেন, 2019 এর লোকসভা নির্বাচনের আগে এই সমস্ত ব্যক্তিকে জামাই আদর করে গ্রহণ করা হয়েছিল। কিন্তু এখন তারা দলকে বিপাকে ফেলে অন্য দলে চলে যাচ্ছেন। আর এই সমস্ত ব্যক্তির কারণেই দলের পুরাতন কর্মীরা বঞ্চিত হয়েছেন। আর এই পরিস্থিতিতে অর্জুন সিংহের মত ব্যক্তিদের কথা তুলে ধরে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি নেতা বলেন, “2019 সাল থেকে রাজ্যে দল যেভাবে দ্রুত বিস্তার লাভ করেছে, তার পেছনে যে কর্মীরা ছিলেন, তাদেরকে ব্যাকফুটে চলে যেতে বাধ্য করা হয়েছে। যাদেরকে ফ্রন্টফুটে আনা হয়েছিল, তারাই চলে যাচ্ছেন।” বিশেষজ্ঞদের মতে, মুকুল রায় থেকে শুরু করে অর্জুন সিংহ, যারা তৃণমূল থেকে বিজেপিতে এসেছিলেন, তাদের মধ্যে অনেকেই আবার তৃণমূলে ফিরে গিয়েছেন। ফলে সেই সমস্ত ব্যক্তিরা যখন বিজেপিতে যুক্ত হয়েছিলেন, তখন তাদের গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হয়েছিল। যার কারণে বঞ্চিত হয়ে ছিলেন দলের অনেক পুরনো নেতাকর্মীরা।

তাই দিলীপ ঘোষ এই পরিস্থিতিতে কার্যত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন যে, সেই সময় যাদেরকে সামনে আনা হয়েছিল, তারা এখন দলকে বিপাকে ফেলে চলে যাচ্ছেন। আর বিজেপির সেই সিদ্ধান্ত যে অত্যন্ত ভুল ছিল, তা নরমে গরমে পরোক্ষ ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন এই বিজেপি নেতা বলেই মনে করছেন একাংশ।সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!