এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > রাজনীতিতে নৈতিকতা কমছে ,এই বিষয়ে চরম হতাশ দিলীপ ঘোষ !

রাজনীতিতে নৈতিকতা কমছে ,এই বিষয়ে চরম হতাশ দিলীপ ঘোষ !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আজ যে বিজেপিতে রয়েছে, কাল সকালে উঠে যে সে তৃণমূলে চলে যাবে না, এই বিষয়ে গ্যারান্টার কেউ হতে পারবে না। বর্তমান পশ্চিমবঙ্গের রাজনীতি কার্যত দলবদলের মধ্যে চলে গিয়েছে। যে অর্জুন সিংহ বিজেপির এত বড় দাপুটে নেতা, সেই তিনিও রাতারাতি দলবদল করে যুক্ত হলেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে।

তবে বিজেপির টিকিটে সাংসদ হওয়া অর্জুন সিংহ দলবদল করলেও, এখনই সাংসদ পদে ইস্তফা দিতে নারাজ। আর এই পরিস্থিতিতে বঙ্গ রাজনীতির নৈতিকতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। নিজের মন্তব্যের মধ্যে দিয়ে তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন, বঙ্গ রাজনীতির বর্তমান পরম্পরা দেখে তিনি অত্যন্ত হতাশ।

সূত্রের খবর, এদিন সাংসদ পদে অর্জুন সিংহের ইস্তফা নিয়ে দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়‌। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি নেতা বলেন, “রাজনীতিতে নৈতিকতা ধীরে ধীরে কমে যাচ্ছে। উনি ইস্তফা দেবেন কিনা, সেটা ওনার ব্যক্তিগত নৈতিকতার বিষয়। তবে এসবে দলের লাভ ক্ষতির থেকেও বেশি রাজনীতির ক্ষতি হয়।”

বিশেষজ্ঞদের মতে, নৈতিকতা অনুসারে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে অন্য দলে যোগদান করা উচিত অর্জুন সিংহের। কিন্তু তিনি এক্ষেত্রে বিজেপির দুজন সাংসদকে চ্যালেঞ্জ করে রেখেছেন। আর এই পরিস্থিতিতে গোটা বিষয় নিয়ে হতাশা প্রকাশ করে বঙ্গ রাজনীতি যে অন্য দিকে মোড় নিচ্ছে, তা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন দিলীপ ঘোষ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!