বিজেপি জয় পাওয়ার পরেই উত্তপ্ত বালুরঘাট, বিজেপি কর্মীকে বাঁশপেটা তৃণমূলের! উত্তরবঙ্গ তৃণমূল বিজেপি রাজনীতি রাজ্য May 24, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য জুড়ে তৃণমূল ভালো ফলাফল করলেও, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিধানসভা কেন্দ্রে দাগ কাটতে পারেনি শাসকদল। এখানে এবার জয়লাভ করেছেন বিজেপির তারকা প্রার্থী তথা বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ী। তবে সারা রাজ্যজুড়ে তৃণমূল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বার ক্ষমতা দখল করার পরেই দিকে দিকে হিংসার ঘটনা ঘটতে শুরু করেছে। যেখানে বিভিন্ন জায়গায় বিজেপির নেতা কর্মীদের ওপর হামলা করা হচ্ছে বলে অভিযোগ এসেছে। আর এবার শান্তির শহর হিসেবে পরিচিত বালুরঘাটেও অশান্তির ঘটনা ঘটল। যেখানে এক বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। বলা বাহুল্য, ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই ঘরছাড়া ছিলেন বালুরঘাটের রবীন্দ্রনগর এলাকার বিজেপি কর্মী ছোটন মালাকার। তবে রবিবার সকালে তিনি বাড়িতে ফিরে পাশের বাজারে গেলে তার উপরে আক্রমণ করা হয় বলে অভিযোগ। যেখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে লাঠি এবং আগ্নেয়াস্ত্র দিয়ে মারধর করে বলে অভিযোগ করেছেন সেই বিজেপি কর্মী। আর এরপরই গুরুতর আক্রান্ত অবস্থায় তাকে ভর্তি করা হয় বালুরঘাট হাসপাতালে। স্বাভাবিক ভাবেই ফলাফল প্রকাশের পর থেকে বিভিন্ন জায়গায় অশান্তি ছড়িয়ে পড়লেও, সংস্কৃতির শহর হিসেবে পরিচিত বালুরঘাটে এর আঁচ পড়বে না বলেই সকলে আশা করেছিলেন। কিন্তু এবার ঘরছাড়া বিজেপি কর্মী ঘরে ফিরতে না ফিরতেই তার ওপর আক্রমণ নেমে আসার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - বিজেপির অভিযোগ, এই গোটা ঘটনার সঙ্গে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জড়িত। যদিও বা তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগকে সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়েছে। এদিন এই প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের কো অর্ডিনেটর সুভাষ চাকী বলেন, “দীর্ঘদিন ধরে ছোটন মালাকার সমাজ বিরোধী কাজের সঙ্গে যুক্ত। এলাকার বাসিন্দাদের উপর অত্যাচার চালিয়ে আসছিল। যা নিয়ে এলাকাবাসীর দীর্ঘদিনের একটা ক্ষোভ ছিল। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। এই ঘটনার সঙ্গে তৃণমূল কোনোভাবেই জড়িত নয়।” তবে তৃণমূলের পক্ষ থেকে যে কথাই বলা হোক না কেন, পরিস্থিতি যে ক্রমেই উত্তপ্ত হতে শুরু করেছে, তা বলার অপেক্ষা রাখে না। অতীতে বিভিন্ন নির্বাচন হয়েছে। কিন্তু সেভাবে এই বালুরঘাটে রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা ঘটেনি। ভোটের সময় রাজনৈতিক লড়াই হলেও ভোটের পরে সেই লড়াইকে পিছনে ফেলে শাসক-বিরোধী সকল রাজনৈতিক দলকে সৌজন্য বিনিময় করতে দেখা যায়। কিন্তু এবার কার্যত অন্য ঘটনা ঘটল বালুরঘাটে। যেখানে ফলাফল প্রকাশের পর বিজেপির এক কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সব মিলিয়ে ভোটের ফলাফল পরবর্তী হিংসায় উত্তপ্ত বালুরঘাট। আপনার মতামত জানান -