এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিবেকানন্দকে হাতিয়ার করে গেরুয়া শিবিরকে খোঁচা মমতার! জেনে নিন

বিবেকানন্দকে হাতিয়ার করে গেরুয়া শিবিরকে খোঁচা মমতার! জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপির পক্ষ থেকে বিভাজনের রাজনীতি করা হচ্ছে, এই অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে নতুন কিছু নয়। বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে এই অভিযোগ তুলতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। আর এই পরিস্থিতিতে বিবেকানন্দের জন্মদিনের ঠিক আগের দিন নাম না করে সেই বিবেকানন্দের কথা তুলে ধরে গেরুয়া শিবিরকে কড়া ভাষায় আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

যেখানে বিবেকানন্দ কারো একার নয় বলে দাবি করতে দেখা গেল তাকে। একাংশ বলছেন, নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় একথা বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন যে, বিজেপির পক্ষ থেকে মনীষীদের নিয়ে যতই হম্বিতম্বি করার চেষ্টা হোক না কেন, এই মনীষীরা সকলের। এক্ষেত্রে কেউ ভাগ বসাতে পারেন না। সূত্রের খবর, এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে করোনা ভ্যাকসিন নিয়ে বৈঠক হওয়ার পর বাবুঘাটে গঙ্গাসাগরের তীর্থযাত্রীদের বিশ্রাম শেষে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আর সেখানেই তীর্থযাত্রীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এই বিবেকানন্দের ছবিতে মাল্যদান করতে দেখা যায় তাকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ভারতের মনীষীরা কারো একার সম্পত্তি নন। তারা সকলের। তারা বিভিন্ন ক্ষেত্রে দেশের নাম উজ্জ্বল করেছেন। তারা কোনো জাতি বা ধর্মকে ছোট করে দেখেননি। সকলকে নিয়ে চলতে শিখিয়েছেন।”  শুধু তাই নয়, এদিন বিবেকানন্দের মুসলিম বন্ধুর থেকে হুঁকো টানার কথাও তুলে ধরতে দেখা যায় বাংলার প্রশাসনিক প্রধানকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিকভাবেই বিবেকানন্দের কথা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় যে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিলেন, এখন তা নিয়ে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে। অনেকেই বলতে শুরু করেছেন, তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ করেন, বিজেপি বাংলায় বিভাজনের রাজনীতি করছে। এক্ষেত্রে তৃণমূলের পক্ষ থেকে বাংলা ভাগের অভিযোগ বিজেপির বিরুদ্ধে নতুন কিছু নয়। আর এই পরিস্থিতিতে বিবেকানন্দের কথা তুলে ধরে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে সেই বিজেপিকেই কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করলেন বাংলার প্রশাসনিক প্রধান বলে দাবি বিশেষজ্ঞদের।

পর্যবেক্ষকদের দাবি, নির্বাচনের দিন যতই এগিয়ে আসবে, ততই এই রকম ঘটনা আরও বেশি করে ঘটতে শুরু করবে। কেননা তৃণমূল এবং বিজেপি, এই দুই রাজনৈতিক দল ক্রমাগত চেষ্টা করছে একে অপরের অস্বস্তি বাড়িয়ে দেওয়ার। সেদিক থেকে বিবেকানন্দকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের বক্তব্যে পরোতে পরোতে গেরুয়া শিবিরকে খোঁচা দেওয়ার ইঙ্গিত স্পষ্ট বলেই দাবি বিশেষজ্ঞদের। আর নাম না নিলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বধর্ম সমন্বয় বার্তা দিয়ে বিজেপিকে আরও কোণঠাসা করে দেওয়ার চেষ্টা করলেন বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!