এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা আবহে এবার এই কর্মীদের জন্য বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, জেনে নিন

করোনা আবহে এবার এই কর্মীদের জন্য বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –করোনা ভাইরাসের মত সংকটকালে যখন সকলে বাড়িতে ছিলেন, ঠিক তখনই জীবনকে বাজি রেখে অসুস্থ রোগীদের সুস্থ করার চেষ্টা করছিলেন রাজ্যের চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বারবার তাদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।

এমনকি কিছুদিন আগেই রাজ্যের চিকিৎসক এবং চিকিৎসক পড়ুয়াদের জন্য করোনার সময় কাজ করার ফল হিসেবে বিশেষ সুযোগ সুবিধার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। এবার প্রাথমিক স্বাস্থ্য কর্মীদের জন্য সুখবরের কথা ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে একটি টুইট করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। যেখানে তিনি বলেন, “রাজ্যের প্রাথমিক স্বাস্থ্যকর্মীরা মূলত বাড়ি বাড়ি ঘুরে অন্তঃসত্ত্বা মহিলা, শিশু অপুষ্টিতে ভুগছেন, এমন মানুষদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখেন। এছাড়াও যাতে যক্ষ্মা কোনভাবে বাড়তে না পারে, সেদিকেও খেয়াল রাখেন। তাদের কাজে আমি খুবই খুশি। তাই রাজ্য সরকারের তরফ থেকে তাদের ইন্সেন্টিভ দেওয়া হবে। রাজ্যের কমপক্ষে প্রায় সাড়ে 6 হাজার স্বাস্থ্যকর্মীরা ইন্সেন্টিভ পাবে। চলতি বছরের পয়লা জুলাই থেকেই তাদের ইন্সেন্টিভ মিলবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর রাজ্য সরকারের পক্ষ থেকে প্রাথমিক স্বাস্থ্য কর্মীদের জন্য মুখ্যমন্ত্রী এই ধরনের ঘোষণা করায় এবার সেই সমস্ত স্বাস্থ্য কর্মীদের মধ্যে খুশির হাওয়া তৈরি হয়েছে।কেননা করোনার সময় সকলে বাড়িতে থাকলেও, তারা প্রতি মুহূর্তে কাজ করে গিয়েছেন। এক্ষেত্রে তাদের নিরাপত্তা নিয়ে অনেকটাই সংশয় ছিল। কিন্তু তা সত্ত্বেও রাজ্য সরকারের নির্দেশ মোতাবেক তারা কাজে কোনরকম খামতি রাখেননি। তবে কিছুদিন আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে করোনায় কাজ করার জন্য রাজ্যের চিকিৎসক এবং চিকিৎসক পড়ুয়াদের বিশেষ সুবিধার কথা ঘোষণা করা হলেও, তারা কোনো রকম সুবিধা না পাওয়ায় তৈরি হয়েছিল চাঞ্চল্য।

এক্ষেত্রে রাজ্য সরকার তাদের দিকে নজর দেবে কিনা, তা নিয়ে নানা মহলে তৈরি হয় গুঞ্জন। তবে অবশেষে মুখ্যমন্ত্রী সেই সমস্ত প্রাথমিক স্বাস্থ্য কর্মীদের জন্য ইন্সেন্টিভের কথা ঘোষণা করায় তারা যে সরকারের প্রতি অনেকটাই প্রসন্ন হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। এখন মুখ্যমন্ত্রী এই সমস্ত প্রাথমিক স্বাস্থ্য কর্মীদের ইন্সেন্টিভ দেবেন বলে ঘোষণা করলেও, তার পরিমাণ কত হয়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!