এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > এবার কি মুকুল রায় স্বয়ং ফাইলের তলায় ‘চাপা’ পড়তে চলেছেন?

এবার কি মুকুল রায় স্বয়ং ফাইলের তলায় ‘চাপা’ পড়তে চলেছেন?

মুকুল রায়ের ‘ফাইল’ এখন রাজ্য-রাজনীতিতে একটি বিশেষ শব্দবন্ধ। বিজেপিতে যোগ দিয়ে রাজ্যে ফিরে বিজেপির রাজ্য সদর দফতরে বসে মুকুলবাবু সাংবাদিকদের একটি ফাইল দেখান এবং জানান যে সেই ফাইলে অনেক ‘মশালা’ লুকোনো আছে আর এর পরেই গত ১০ তারিখের রানী রাসমণি রোডের সভা থেকে তিনি সেই ফাইল থেকে বেশ কিছু নথি বার করে তাঁর পুরোনো দল তৃণমূল কংগ্রেস ও সেই দলের তাঁর পুরোনো সহকর্মীদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনেন। আর তার অধিকাংশই ছিল যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এখানেই থেমে না থেকে তিনি জানান, এই স্বে শুরু তিনি তাঁর ফাইল থেকে আরো গোপন নথি বার করবেন, তিনি সামনে আনবেন পার্ট টু, পার্ট থ্রী।
আর বলা বাহুল্য এরপর যথারীতি রাজ্য-রাজনীতিতে শোরগোল পরে যায়। গতকাল, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। সেখানে উপস্থিত সাংবাদিকরা সুব্রতবাবুকে মুকুল রায়ের এই ‘ফাইল খোলা’ নিয়ে প্রশ্ন করেন। আর তার জবাবে ইঙ্গিতবাহী ভাবে বর্ষীয়ান রাজনৈতিক জবাব দেন, ফাইল খুলতে খুলতে ও (মুকুল বাবু) ফাইল চাপা পড়ে যাবে! আর এইরকম ইঙ্গিতবাহী মন্তব্য সামনে আসার পর অবশ্যম্ভাবী হয়ে উঠেছে নতুন বিতর্ক, রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা মুকুলবাবু রাজ্য সরকার বা রাজ্যের শাসকদলকে এইসব তথ্য দিয়ে বিড়ম্বনায় ফেলতে চাইলে তৃণমূল কংগ্রেসও কি তাঁর গোপন ফাইল খুলে সামনে আনবে, তাই কি এমন মন্তব্য? তবে সুব্রতবাবু এর বেশি খোলসা করে না বলায় রহস্য আরো ঘনীভূত হয়েছে। রাজনৈতিক মহল তাকিয়ে কে এরপর কার বিরুদ্ধে কি ‘ফাইল’ খোলেন তারদিকেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!